West Bengal Panchayat Elections 2023: ‘অভিষেকের ধমক খেয়েছিলেন’, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ৩১ জন কুড়মি প্রার্থী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 30, 2023 | 12:04 PM

West Bengal Panchayat Elections 2023: তফসিলি জাতির স্বীকৃতি আদায়ের দাবিতে বর্তমানে ওবিসি শ্রেণিভুক্ত কুড়মি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই দাবিতে পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন কুড়মি সম্প্রদায়ের একাংশ।

West Bengal Panchayat Elections 2023: অভিষেকের ধমক খেয়েছিলেন, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ৩১ জন কুড়মি প্রার্থী
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কুড়মিদের সমস্যার কথা জানাতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমক খেতে হয়েছিল তাঁদের। এবার তাঁরাই আবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়েছেন। নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বাঁকুড়ার ৩১ জন কুড়মি সম্প্রদায়ের পঞ্চায়েত প্রার্থী। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেছেন তিনি। শুক্রবারই এই মামলার শুনানির সম্ভাবনা। মামলাকারীদের বক্তব্য, ‘অভিযোগ জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমক খেতে হয়েছিল।’

‘নবজোয়ার’ কর্মসূচিতে বেরিয়ে বাঁকুড়ার জঙ্গলমহলে দফায় দফায় কুড়মিদের বাধার মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিমলাপাল থেকে খাতড়া যাওয়ার সময়ে বনকাটা ও জামদা গ্রামে অভিষেকের কনভয়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকটি কুড়মি আন্দোলনের নেতা কর্মীরা। অভিযোগ, সেসময়েই কুড়মিদের কয়েক জন নেতা কর্মীকে ‘ধমক’ দিয়েছিলেন অভিষেক। যদিও এই কর্মসূচি কুড়মিদের পূর্ব নির্ধারিত ছিল। বাঁকুড়ায় ‘নবজোয়ার কর্মসূচি’র যাত্রা শুরুর আগেই আন্দোলনকারীরা জানিয়েছিলেন, তাঁরা অভিষেকের যাত্রাপথে নিজেদের দাবির সমর্থনে স্লোগান দেবেন। আর সেটাই করেছিলেন। এবার সেই নেতা কর্মীদের মধ্যে ৩১ জন পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। কিন্তু তাঁদের বক্তব্য, নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। পঞ্চায়েত নির্বাচনের আগে মিথ্যা মামলায় ফেঁসে যাওয়ার ভয়ও পাচ্ছেন। সেক্ষেত্রে নিরাপত্তা চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কুড়মি প্রার্থীরা।

তফসিলি জাতির স্বীকৃতি আদায়ের দাবিতে বর্তমানে ওবিসি শ্রেণিভুক্ত কুড়মি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই দাবিতে পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন কুড়মি সম্প্রদায়ের একাংশ। আরেক অংশ আবার ভোট বয়কটের ডাকও দিয়েছিলেন।

Next Article