Panchayat Elections 2023: বাহিনী নিয়ে ‘ফ্যাসাদে’ কমিশন, কোথায় কত মোতায়েন তা নিয়ে ‘ধন্দ’

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2023 | 7:22 PM

Panchayat Elections 2023: যাঁরা এই কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় করবেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা কমিশনে বৈঠক করছেন। বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর। যদিও এখনও কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি, ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কোথায় থাকবে বলেই দাবি সূত্রের।

Panchayat Elections 2023: বাহিনী নিয়ে ফ্যাসাদে কমিশন, কোথায় কত মোতায়েন তা নিয়ে ধন্দ
বীরভূমে কেন্দ্রীয় বাহিনী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Elections 2023) করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যদিও প্রথম থেকে বাহিনী মোতায়েন নিয়ে খুব একটা সদর্থক ভূমিকা দেখা যায়নি কমিশনের। আদালতের হস্তক্ষেপের পর ৮২২ কোম্পানির কথা তারা জানায়। এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি বাহিনী রাজ্যে চলেও এসেছে। রুটমার্চও শুরু করেছে তারা। তবে সূত্রের খবর, এই ৩১২৫ কোম্পানি বাহিনীর কাকে কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি নির্বাচন কমিশন। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতর।

যাঁরা এই কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় করবেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা কমিশনে বৈঠক করছেন। বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর। যদিও এখনও কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি, ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কোথায় থাকবে বলেই দাবি সূত্রের। এখানেই বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, ৩১৫ কোম্পানি বাহিনীর মোতায়েন নিয়েই যখন রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে এত সময় নিচ্ছে, তখন বাকি বাহিনী এলে কী হবে?

ইতিমধ্যেই বাহিনী মামলায় কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, বাকি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি লেখা হয়েছে। যদিও তারও উত্তর আসেনি বলেই সূত্রের খবর। বিরোধীরা বলছে, জেলায় জেলায় মনোনয়ন দাখিল ও তা প্রত্যাহার ঘিরে অশান্তির চিত্রটা সকলেই দেখেছে। এবার যদি বাহিনী নামানো হয় অনেক ঘরছাড়া ঘরে ফিরতে পারবেন। সাধারণ মানুষের আতঙ্কও কিছুটা কমবে, দাবি তাদের। আর ভোট প্রচারেও নিরাপত্তা থাকবে। তবে সেই বাহিনী মোতায়েন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

Next Article