কলকাতা: মক্কায় বসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া দেওয়ার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির বিরুদ্ধে। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তদন্তের ভার পরে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র হাতে। সেই মোতাবেক এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তলব করল সিআইডি (CID)। মঙ্গলবার সকালেই হাজিরা দিলেন তৃণমূল প্রার্থী। এর আগে মিনাখাঁর বিডিও-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার খোদ মইনুদ্দিনকে ডেকে পাঠানো হল।
আজ সকাল এগারোটার একটু পরে ভবানী ভবনে প্রবেশ করেন মোহারুদ্দিন গাজি। সূত্রের খবর, তাঁকে মূলত জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তিনি কীভাবে হজে গিয়ে মক্কা থেকে বসে মনোনয়ন জমা দিলেন?
উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই তদন্ত বেশ খানিকটা এগিয়েছে। বিডিও অফিস থেকে নথি সংগ্রহ করা হয়েছে। সেখানকার অফিসারদের ডেকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার মূল অভিযুক্তকে ডেকে পাঠাল সিআইডি। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, মনোনয়ন জমা দিতে কে বা কারা তাঁকে সাহায্য করেছিল, এই সমস্ত বিষয়ই তদন্তের আওতায় আনা হয়েছে।
যদিও দেশে ফিরে আগেই গাজি সাহেব জানিয়েছিলেন গোটা প্রক্রিয়াই আইন মেনে হয়েছে। তিনি বলেছিলেন, “কিছু কিছু মানুষ ভুল ভাবাচ্ছে। যখন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঠিক হয়, সেই সময় পার্টির তরফে আমার নাম ঘোষণা করা হয়। এবার হঠাৎই হজে যাওয়ার দিনও ঠিক হয়। সেই সময় আমি দলেরই কয়েকজন কর্মীর হাতে ফর্ম দিয়ে চলে যাই।”