WB Panchayat Elections: আগামিকাল পুনর্নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে ভোটগ্রহণ

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 09, 2023 | 10:18 PM

West Bengal Panchayat Elections 2023: পুনর্নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লিখেছেন, পুনর্নির্বাচনে হিংসা এড়াতে পদক্ষেপ করুন।

WB Panchayat Elections: আগামিকাল পুনর্নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে ভোটগ্রহণ
বড় সিদ্ধান্ত কমিশনের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মাঝে আর একদিন। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। তার আগে সোমবার পুনর্নির্বাচন ৬৯৬টি বুথে। ২০১৮ সালে পুনর্নির্বাচন হয়েছিল ৫৭৪টি বুথে। মুর্শিদাবাদের সবথেকে বেশি বুথে আবারও ভোট হতে চলেছে। এরপরই তালিকায় আছে মালদহের নাম। সকাল ৭টা থেকে বিকেল ৫টা অবধি উল্লেখ্য বুথগুলিতে নতুন করে ভোটগ্রহণ হবে। এই পুনর্নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লিখেছেন, পুনর্নির্বাচনে হিংসা এড়াতে পদক্ষেপ করুন।

২২টি জেলার মধ্যে ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হয়েছে শনিবার। দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হয়। পাহাড়ের এই দুই জেলায় কোনও পুনর্নির্বাচন নেই। পুনর্নির্বাচন নেই ঝাড়গ্রামেও। বাকি সমস্ত জেলাতেই কিছু কিছু বুথে আগামিকাল ফের ভোট। কমিশন সূত্রে খবর, বেশিরভাগ ব্যালট নষ্ট ও বিভিন্ন কারণে পুনর্নির্বাচন করানো হচ্ছে। আবারও ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই।

কোন জেলায় কত বুথে Repoll

মুর্শিদাবাদ ১৭৫

মালদহ ১০৯

নদিয়া ৮৯

কোচবিহার ৫৩

উত্তর ২৪ পরগনা ৪৬

দক্ষিণ ২৪ পরগনা ৩৬

পূর্ব মেদিনীপুর ৩১

হুগলি ২৯

উত্তর দিনাজপুর ৪২

দক্ষিণ দিনাজপুর ১৮

জলপাইগুড়ি ১৪

বীরভূম ১৪

পশ্চিম মেদিনীপুর ১০

বাঁকুড়া ৮

হাওড়া ৮

পশ্চিম বর্ধমান ৬

পুরুলিয়া ৪

পূর্ব বর্ধমান ৩

আলিপুরদুয়ার ১

Next Article