কলকাতা: সংঘর্ষ, হানাহানি, ছাপ্পা ভোট, রক্তপাত, মৃত্যু। শনিবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) এই ছবিই দেখেছে বাংলা। জেলায় জেলায় পড়েছে লাশের পর লাশ। অসমর্থিত সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে মত্যু হয়েছে ১৯ জনের। এই নৈরাজ্যের দায় কার? উঠেছে প্রশ্ন। সবথেকে বেশি মৃত্যুর খবর এসেছে মুর্শিদাবাদ থেকে। জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। নওদায় বোমাবাজির ঘটনায় প্রাণ গিয়েছে হাজি লিয়াকৎ আলি শেখের (৬২)। অভিযোগের তির ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। যা নিয়ে এদিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এদিন টিভি-৯ বাংলার মুখোমুখি হয়েছিলেন লিয়াকতের ছেলে রকি শেখ। বাবার মৃত্যু শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন তিনি। শনিবারের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, “কালকে ভোট দেওয়ার জন্য যখন যাচ্ছিল তখন দেখি সবাই চিৎকার করছে। মা ছুটে বাড়িতে এল। শুনছি বোমা পড়েছে। এদিকে বাবা রাস্তায় ছিল। সেটা আমার জানা ছিল না। তারপর শুনি বাবাকে চার থেকে ৫টা বোমা মেরেছে। পরিকল্পনা করেই তৃণমূলের হার্মাদরা এটা করেছে। বুথ দখলের পরিকল্পনা আগেই করে রেখেছিল। সে কারণেই এটা করেছে। সরকারের কাছে আবেদন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।”
রকির দাবি, আগের রাত থেকেই ভোট কেন্দ্রের দখল নিয়ে নিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেদার ছাপ্পা চলেছে। এলাকার বেশিরভাগ মানুষই ভোট দিতে পারেননি। তিনি নিজেও পারেননি। এদিকে এদিন সকালেই রকির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অধীররঞ্জন চৌধুরী। দেন পাশে থাকার আশ্বাস। তারপরই সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন। কাঠগড়ায় তুলেছেন খোদ তৃণমূল সুপ্রিমোকে। অধীরের আরও দাবি, যাঁকে মারা হয়েছে তিনি নির্দোষ। তিনি এলাকার কোনও ঝামেলাতেই কখনও থাকতেন না। সজ্জন, ইমানদার, ধর্মপ্রাণ মুসলমান। এলাকার সবাই তাঁকে ভালবাসত। এরপরই মমতাকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “এই সব করে মুখ্যমন্ত্রী আপনি দু-একটা বুথ দখল করতে পারবেন। কিন্তু, বাংলার মানুষের মন দখল করতে পারবেন না।”