Panchayat Elections 2023: পুনর্নির্বাচনে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী? রাজীব সিনহার জবাব ‘হ্যাঁ’

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jul 09, 2023 | 11:49 PM

West Bengal Panchayat Polls: সবথেকে বেশি পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। এরপরই মালদহের নাম।

Panchayat Elections 2023: পুনর্নির্বাচনে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী? রাজীব সিনহার জবাব হ্যাঁ
রাজীব সিনহা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুনর্নির্বাচনে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার রাতে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বাহিনী-বিতর্কে কার্যত ফালা ফালা রাজ্য নির্বাচন কমিশন। শনিবার পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়ে সমন্বয়ের কমিশনকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন বিএসএফের ডিআইজি ইস্টার্ন কমান্ড এসএস গুলেরিয়া। স্পর্শকাতর বুথ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। তাতেও কমিশনের ভূমিকাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। এই আবহে সোমবার রাজ্যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, সবক’টিতেই বাহিনী মোতায়েন থাকবে।

কমিশন জানিয়েছে, বুথে বাহিনী বিন্যাসের ক্ষেত্রে এক বুথের জন্য এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান থাকবেন। একটি এবং দু’টি বুথ থাকা প্রেমিসেসে এক সেকশন বাহিনী। তিন এবং চার বুথের প্রেমিসেসে দুই সেকশন বাহিনী, পাঁচ থেকে ছয় বুথের প্রেমিসেসে তিন সেকশন বাহিনী এবং সাত বা তার বেশি সংখ্যক বুথের প্রেমিসেসে চার সেকশন বাহিনী।

তবে পুনর্নির্বাচন নিয়ে রবিবার রাতে কমিশন যে নির্দেশিকা জারি করে, তাতে প্রেমিসেস অনুযায়ী বাহিনী-বিন্যাসের কথা বলা হলেও সব বুথে বাহিনী থাকবে কি না তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। তবে কমিশন থেকে রাতে বেরোনোর সময় রাজীব সিনহাকে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রতিটি বুথেই কি সোমবার বাহিনী থাকছে? তিনি উত্তর দেন, ‘হ্যাঁ’। আবারও একই প্রশ্ন করা হলেও কমিশনারের জবাব ছিল ‘হ্যাঁ’।

Next Article