কলকাতা: আমির খান, করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’কে বাংলায় নিষিদ্ধ করার দাবি উঠল। সেই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। এই ছবি শান্তি বিঘ্নিত করতে পারে, মামলাকারীর তেমনই বক্তব্য। বিজেপি নেত্রী ও আইনজীবী নাজিয়া ইলাহি খান এই জনস্বার্থ মামলা করেন। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলাকারী তাঁর পিটিশনে উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পরিচালক অদ্বৈত চন্দনের লাল সিং চাড্ডা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। ‘বয়কট লাল সিং চাড্ডা’ বলে ট্রেন্ড চালু হয়েছে। গত ১১ অগস্ট হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক লাল সিং চাড্ডা মুক্তি পেলেও বক্স অফিসে তার মোটেই তেমন লক্ষ্মীলাভ হয়নি। উল্টে বিভিন্ন জায়গায় এই ছবি ঘিরে বয়কটের ডাক শোনা গিয়েছে।
এর আগে বিভিন্ন রাজ্যে এই ছবি দেখানো বন্ধ করার দাবিতে নানা জায়গায় অশান্তির আবহ তৈরি হয়েছে। জলন্ধরের একটি মাল্টিপ্লেক্সের সামনে শিবসেনা বিক্ষোভ দেখিয়েছিল। উত্তর প্রদেশের বারাণসীতেও এই ছবি প্রদর্শন বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয়। দিল্লির এক আইনজীবী একটি মামলাও দায়ের করেন এই ছবি নিয়ে। ভারতীয়দের ভাবাবেগে আঘাত করা হয়েছে এই ছবিতে, এমনই অভিযোগ তাঁর।
যদিও এই ছবি মুক্তির আগে আমির খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, ছবিটি যেন সকলে দেখেন। তারপর যা মন্তব্য করার করবেন। সিনেমাটি না দেখে কোনও ধারণা বা সিদ্ধান্তে উপনীত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। আমির বলেছিলেন, “আমি আপনাদের বলব লাল আর পিকে-তে একটিই মিল রয়েছে, তা হল সরলতা। লাল সরল, পিকেও তাই। এটা এমন একটা শক্তিশালী গুণ যা দু’জনেরই রয়েছে।” প্রসঙ্গত, গত ১১ অগস্ট এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ১০ দিন হতে চলল তা হলগুলিতে চলছে। তবে এখনও অবধি কলকাতা কিংবা কোনও জেলা থেকে কোনও অশান্তির খবর এখনও অবধি আসেনি।