কলকাতা: ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আবাস যোজনার (Awas Yojona) পর এবার মিড-ডে মিল বিতর্ক আবহে রাজ্যে আসছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তৈরি জয়েন্ট রিভিউ টিম। রাজ্যে পিএম পোষণ শক্তি মিশনের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে এই টিম আসছে। জানুয়ারি মাসেই আসবে এই দল। পুষ্টিবিদ, কেন্দ্রীয় আধিকারিক ছাড়াও রাজ্যের আধিকারিকরা থাকবেন এই দলে। রাজ্যের জন্য বরাদ্দ অর্থ স্কুলগুলিতে ঠিক মতো যাচ্ছে কি না, প্রধানমন্ত্রী পোষণ শক্তি মিশন প্রকল্পে রাজ্যে পরিকাঠামো কেমন, রান্নাঘরের পরিকাঠামো-সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে এই দলটি আসছে বলে সূত্রের খবর। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনে জেলায় জেলায় মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে মিড ডে মিলের সামগ্রীতে কারচুপির অভিযোগ তো ছিলই। তবে সম্প্রতি মিড ডে মিলে কখনও দেখা যাচ্ছে সাপ পড়ে থাকতে, কখনও ব্যাঙ, কখনও আবার টিকটিকি।
কিছুদিন আগেই মিড ডে মিলে বরাদ্দ বাড়ায় রাজ্য। মুরগির মাংস, মরসুমি ফল মিড ডে মিলের তালিকায় রাখার কথা জানানো হয়। সবদিক খতিয়ে দেখতে জেলায় জেলায় যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কীভাবে কাজ হচ্ছে তা খতিয়ে দেখবে তারা। সূত্রের খবর, এই মিড ডে মিল নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় দলের আসার খবর।
গত বছরই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের পক্ষে মত দেয়। এই প্রকল্পে দেশের ১১ লক্ষ ২০ হাজারেরও বেশি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা খরচের কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সরকারের মিড ডে মিল সংক্রান্ত যে প্রকল্প আছে তার সঙ্গে যুক্ত করা হয় এই প্রকল্পকে। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পে সিংহভাগ খরচ বহন করে কেন্দ্র।