Panchayet Election: পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও ছুটি নয় পুলিশের, শনি থেকে লাগু নিয়ম

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jun 09, 2023 | 8:45 PM

West Bengal Police: আগামিকাল (১০ জুন) থেকে পঞ্চায়েত ভোটের পর্ব না শেষ হওয়া পর্যন্ত এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ওই জরুরি বার্তায় বলা হয়েছে, জরুরি কোনও প্রয়োজন ছাড়া আগামিকাল থেকে পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কেউ ছুটি নিতে পারবেন না।

Panchayet Election: পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও ছুটি নয় পুলিশের, শনি থেকে লাগু নিয়ম
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayet Election 2023) দামামা বেজে গিয়েছে। হাতে আর এক মাসও সময় নেই। ৮ জুলাই এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখার কথা বলেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার রাজ্য পুলিশের (West Bengal Police) সমস্ত কর্মীর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল (১০ জুন) থেকে পঞ্চায়েত ভোটের পর্ব না শেষ হওয়া পর্যন্ত এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ওই জরুরি বার্তায় বলা হয়েছে, জরুরি কোনও প্রয়োজন ছাড়া আগামিকাল থেকে পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কেউ ছুটি নিতে পারবেন না।

উল্লেখ্য, অতীতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বার বার অশান্তির অভিযোগ উঠেছে। আজ পঞ্চায়েতের মনোনয়ন পর্বের প্রথম দিনেও রাজ্যের একাধিক জেলা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছে। এরই মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে আজও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। তবে রাজ্য পুলিশ পঞ্চায়েত ভোটের সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট। সেই কারণে পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির রাশ যে কোনওভাবে আলগা হতে দেওয়া চলবে না, সেই বার্তাই রাজ্য পুলিশের তরফে দেওয়া হল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

এদিকে রাজ্য সরকার তথা শাসক শিবিরের তরফেও বার বার দাবি করা হয়েছে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণই হবে। এমন অবস্থায় রাজ্য পুলিশের উপর আইন-শৃঙ্খলা সামাল দেওয়ার গুরুদায়িত্ব আরও বেড়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Next Article