West Bengal Police: নিখোঁজদের সন্ধান পেতে নয়া উদ্যোগ, বিশেষ অ্যাপ চালু করছে রাজ্য পুলিশ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 06, 2023 | 8:28 PM

West Bengal Police: প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোটা রাজ্যের বিভিন্ন থানা এলাকায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য কিংবা অজ্ঞাতপরিচয় কোনও দেহের তথ্য পাওয়া যাবে।

West Bengal Police: নিখোঁজদের সন্ধান পেতে নয়া উদ্যোগ, বিশেষ অ্যাপ চালু করছে রাজ্য পুলিশ

Follow Us

কলকাতা: নিখোঁজ মানুষদের সন্ধান পাওয়া বা কোনও অজ্ঞাত পরিচয় মৃতদেহ শনাক্ত করা এখন আরও সহজ হয়ে যাচ্ছে। রাজ্য পুলিশ (West Bengal Police) চালু করছে একটি বিশেষ অ্যাপ। নাম দেওয়া হচ্ছে খোয়া-পাওয়া (Khoya Paya App)। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Manoj Malaviya) শুক্রবার এই অ্যাপের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোটা রাজ্যের বিভিন্ন থানা এলাকায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য কিংবা অজ্ঞাতপরিচয় কোনও দেহের তথ্য পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে একদিকে যেমন পুলিশের কাজের সুবিধা হবে, তেমনই সাধারণ মানুষজনদেরও অনেকটা সুরাহা হবে।

প্রসঙ্গত, শহরের রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্য়েই চোখে পড়ে ‘সন্ধান চাই’ বিজ্ঞাপন। এসবের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায়, যিনি নিখোঁজ তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁদের সন্ধান পেতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা হয়ে যেত পুলিশ তথা পরিবারের লোকজনদের। নতুন এই অ্যাপ চালু হলে, সেই সব সমস্যা অনেকটা মিটবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। এর আগে বিভিন্ন ক্ষেত্রে হাসপাতালের মর্গে অজ্ঞাতপরিচয় দেহও দীর্ঘদিন ধরে পড়ে থাকতে দেখা গিয়েছে। সাম্প্রতিক অতীতে একাধিকবার এমন উদাহরণও দেখা গিয়েছে। সেই সমস্যাও এবার অনেকটা মিটবে বলে আশা করছেন ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, রাজ্য পুলিশ ইতিমধ্যে অনলাইন মাধ্যমে অনেক সক্রিয় হয়ে উঠেছে। রাজ্য পুলিশের বিভিন্ন কাজের কথা ফেসবুক হ্যান্ডেল অফিসিয়াল পেজে তুলে ধরা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সচেতনতামূলক প্রচার কর্মসূচিও দেখা গিয়েছে রাজ্য পুলিশের তরফে। করোনাকালে, লকডাউনে, বা পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করতে দেখা গিয়েছে পুলিশকে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাবও পড়তে দেখা গিয়েছে। এবার রাজ্য পুলিশের তরফে চালু করা হচ্ছে খোয়া-পাওয়া অ্যাপও। এই অ্যাপটি চালু হলে নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া কিংবা অজ্ঞাতপরিচয় কোনও মৃতদেহের সন্ধান পাওয়ার কাজ আরও সহজ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Next Article