নিরাপত্তাকর্মী আক্রান্ত করোনায়, নন্দীগ্রাম-কাণ্ডের রিপোর্ট দিতে আরও সময় চাইল রাজ্য

ঋদ্ধীশ দত্ত | Edited By: arunava roy

Mar 20, 2021 | 3:52 PM

রিপোর্ট যদি ভোটের মধ্যে জমা পড়ে তবে যে কোনও বড় পদক্ষেপ করতে পারবে কমিশন। কিন্তু ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পর এই রিপোর্ট জমা পড়লে পরবর্তী পদক্ষেপ নির্বাচন কমিশন করতে পারবে না।

নিরাপত্তাকর্মী আক্রান্ত করোনায়, নন্দীগ্রাম-কাণ্ডের রিপোর্ট দিতে আরও সময় চাইল রাজ্য
ফাইল ছবি

Follow Us

কলকাতা: করোনায় আক্রান্ত নিরাপত্তাকর্মী। তাই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনে দিতে আরও সময় লাগবে বলে জানিয়েছে মুখ্যসচিব এবং ডিজির যৌথ কমিটি।

মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা উপদেষ্টা তথা রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে কমিশন। কিন্তু, গোটা ঘটনার নেপথ্যে আর কোথায় গাফিলতি ছিল তা জানতে কমিটি গঠন করে কমিশন। সেখানেই ঘটনা সম্পর্কে এই জবাব তলব করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বড় গাফিলতি ছিল, রিপোর্ট দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে ১৭ মার্চের মধ্যে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছিল কমিশন। কীভাবে এই আঘাত লাগল, ওই সময় কারা কারা সেখানে উপস্থিত ছিল, তার সবকিছু বিস্তারিত তথ্য চেয়ে মুখ্যসচিব এবং নিজের যৌথ কমিটি গঠন করে নির্বাচন কমিশন। সেই রিপোর্টে কমিটি জানায়, ওই দিন নিরাপত্তার দায়িত্বে থাকা দু’জন নিরাপত্তারক্ষীর করোনা হয়েছে। ফলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। রিপোর্ট জমা দিতে আরও সময় লাগবে।

আরও পড়ুন: West Bengal Election 2021 Opinion Poll: নন্দীগ্রামে জিতছেন কে, মমতা না শুভেন্দু?

তবে এই প্রসঙ্গে বলে রাখা ভাল, রিপোর্ট যদি ভোটের মধ্যে জমা পড়ে তবে যে কোনও বড় পদক্ষেপ করতে পারবে কমিশন। কিন্তু ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পর এই রিপোর্ট জমা পড়লে পরবর্তী পদক্ষেপ নির্বাচন কমিশন করতে পারবে না। বরং পরবর্তী সরকারের ওপরই বর্তাবে পরবর্তী পদক্ষেপের দায়িত্ব।

এ ছাড়াও যে ব্যক্তিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে সে সময় ছিলেন, তাঁরা সকলেই এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা সফরে রয়েছেন। জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রীর ড্রাইভারও। সেক্ষেত্রে তাঁদেরকে তদন্তের জন্য সরাসরি জিজ্ঞেস করা সম্ভব হচ্ছে ন। আর তাঁদের সঙ্গে কথা না বলে পূর্ণাঙ্গ তথ্য দেওয়াও সম্ভব নয়। একবার তাঁদের সঙ্গে কথা হলে তবেই এই রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠাতে পারবেন মুখ্যসচিব। তাই সেক্ষেত্রে সময় প্রয়োজন।

আরও পড়ুন: West Bengal Election 2021 Opinion Poll: মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় বাংলা?

 

Next Article