Partha Chatterjee: ১২ লাখ থেকে শুরু…কোন ক্লাসের শিক্ষকের জন্য কত টাকা দর উঠত? বিস্ফোরক তথ্য

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 25, 2022 | 5:47 PM

SSC Scam: চাকরি প্রার্থীদের অভিযোগ, মেধার খুন করে, একজনের চাকরি চুরি করে তা অন্যকে দেওয়া হয়েছে।

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতির মাটি খুঁড়তে খুঁড়তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তবে শুক্রবার সন্ধ্যায় যা হয়েছে, তা কার্যত বিস্ফোরণ। খাস কলকাতায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’র ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে ভূরি ভূরি সোনার গয়না, বিদেশি মুদ্রা। এই ঘটনা তামাম রাজ্যবাসীকে যেমন স্তম্ভিত করে দিয়েছে, তেমনই আরও সাহসী করে তুলেছে ‘বঞ্চিত’ প্রার্থীদের। এতদিন তাঁরা শুধুমাত্র দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হচ্ছিলেন, এবার তাঁরা বলছেন কোন পদের জন্য কত টাকা চাওয়া হয়েছিল তাঁদের কাছ থেকে। সেই অভিযোগও বিস্ফোরণের থেকে কিছু কম হতবাক করছে না।

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সাতটি বাগান বাড়ি, একটি ফ্ল্যাট, ২০ বিঘা জমির খোঁজ মিলেছে। ইডি উত্তর খুঁজছে, এই বিপুল সম্পত্তির অর্থ কোথা থেকে এল? অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীদের বক্তব্য, যে টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে, এই বিপুল সম্পত্তি সে টাকাতেই কেনা নয় তো?

চাকরি প্রার্থীদের অভিযোগ, মেধার খুন করে, একজনের চাকরি চুরি করে তা অন্যকে দেওয়া হয়েছে। এক চাকরি প্রার্থী বলেন, “একটা চাকরির অফার এসেছিল। আমাকে বলা হয়েছিল তুমি আমাকে ১৫ লাখ দাও। আমি তোমাকে চাকরি করিয়ে দেব।” অপর একজনের দাবি, “অত টাকা আমি দিতে পারিনি, চাকরিটা সম্ভবত সে কারণে হয়নি। ১০-১২ লক্ষের মতো চেয়েছিল।”

ধর্মতলায় দিনের পর দিন আন্দোলনে বসা প্রার্থীদের অভিযোগ আরও ভয়ঙ্কর। এক আন্দোলনকারী বলেন, “একাদশ দ্বাদশে চাকরির জন্য ১৮ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। নবম দশমে চাকরির জন্য ১৮ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। প্রাইমারি চাকরির জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা।”

অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধারের পর থেকেই প্রশ্ন উঠছিল, এই টাকার উৎস কী? অভিযোগ উঠেছে, এই বিপুল টাকার সঙ্গে চাকরির টাকা লেনদেনের কোনও সম্পর্ক থাকতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিরও তেমনটাই অনুমান। এরইমধ্যে সামনে এল আন্দোলনকারীদের এই অভিযোগ। পরীক্ষার্থীরাই জানাচ্ছেন, কার কাছে কতয় রফার প্রস্তাব এসেছিল। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উঠে আসার সম্ভাবনা প্রবল, বলছে ইডি সূত্র।

কলকাতা: নিয়োগ দুর্নীতির মাটি খুঁড়তে খুঁড়তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তবে শুক্রবার সন্ধ্যায় যা হয়েছে, তা কার্যত বিস্ফোরণ। খাস কলকাতায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’র ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে ভূরি ভূরি সোনার গয়না, বিদেশি মুদ্রা। এই ঘটনা তামাম রাজ্যবাসীকে যেমন স্তম্ভিত করে দিয়েছে, তেমনই আরও সাহসী করে তুলেছে ‘বঞ্চিত’ প্রার্থীদের। এতদিন তাঁরা শুধুমাত্র দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হচ্ছিলেন, এবার তাঁরা বলছেন কোন পদের জন্য কত টাকা চাওয়া হয়েছিল তাঁদের কাছ থেকে। সেই অভিযোগও বিস্ফোরণের থেকে কিছু কম হতবাক করছে না।

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সাতটি বাগান বাড়ি, একটি ফ্ল্যাট, ২০ বিঘা জমির খোঁজ মিলেছে। ইডি উত্তর খুঁজছে, এই বিপুল সম্পত্তির অর্থ কোথা থেকে এল? অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীদের বক্তব্য, যে টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে, এই বিপুল সম্পত্তি সে টাকাতেই কেনা নয় তো?

চাকরি প্রার্থীদের অভিযোগ, মেধার খুন করে, একজনের চাকরি চুরি করে তা অন্যকে দেওয়া হয়েছে। এক চাকরি প্রার্থী বলেন, “একটা চাকরির অফার এসেছিল। আমাকে বলা হয়েছিল তুমি আমাকে ১৫ লাখ দাও। আমি তোমাকে চাকরি করিয়ে দেব।” অপর একজনের দাবি, “অত টাকা আমি দিতে পারিনি, চাকরিটা সম্ভবত সে কারণে হয়নি। ১০-১২ লক্ষের মতো চেয়েছিল।”

ধর্মতলায় দিনের পর দিন আন্দোলনে বসা প্রার্থীদের অভিযোগ আরও ভয়ঙ্কর। এক আন্দোলনকারী বলেন, “একাদশ দ্বাদশে চাকরির জন্য ১৮ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। নবম দশমে চাকরির জন্য ১৮ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। প্রাইমারি চাকরির জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা।”

অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা নগদ উদ্ধারের পর থেকেই প্রশ্ন উঠছিল, এই টাকার উৎস কী? অভিযোগ উঠেছে, এই বিপুল টাকার সঙ্গে চাকরির টাকা লেনদেনের কোনও সম্পর্ক থাকতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিরও তেমনটাই অনুমান। এরইমধ্যে সামনে এল আন্দোলনকারীদের এই অভিযোগ। পরীক্ষার্থীরাই জানাচ্ছেন, কার কাছে কতয় রফার প্রস্তাব এসেছিল। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উঠে আসার সম্ভাবনা প্রবল, বলছে ইডি সূত্র।

Next Article