কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে একযোগে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শনিবারই শহরে কংগ্রেস, বিজেপি প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। অন্যদিকে এদিনই কলকাতা প্রেস ক্লাবে শহরের বিশিষ্টজনেরাও সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকে বাংলায় আবারও পরিবর্তনের ডাক দেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তাঁর বক্তব্য, “বাংলার সরকারকে আবার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে সেই চেষ্টা সফল হবে।” স্কুলের গ্রুপ ডি থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, টেট, কলেজ সার্ভিস কমিশন সব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনই মন্তব্য করে পবিত্র সরকার বলেন, “হয়ত শিক্ষাক্ষেত্রেই এটা সীমাবদ্ধ নেই, দমকল কর্মীদের ক্ষেত্রে হয়েছে হয়ত, রেশন কর্মীদের নিয়োগে হয়েছে। সর্বত্র টাকা নেওয়া, তোলাবাজি চলছে।”
সরকারি স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাবলী বাংলার মানুষ চাক্ষুষ করেছেন, তা বাংলার জন্য লজ্জার বলেই দাবি করেন পবিত্র সরকার, বিকাশরঞ্জন ভট্টাচার্য, জয়রাজ চক্রবর্তীরা। পবিত্র সরকার বলেন, “কারও ব্যক্তিগত চরিত্রের বিষয়ে আমরা কথা বলব না। কিন্তু কেউ কোটি কোটি টাকা জমায়েত করেছে। তবে এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে যখন আমরা তাকাই, ভাবি কী ভয়ঙ্কর অবিচার চলছে। একজন ব্যক্তির নয়, জানি আমরা সবাই। সেটা ক্রমশ প্রকাশিত হতে যাচ্ছে।”
পবিত্র সরকারের কথায়, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা চলছে। শাসকদলের মন্ত্রীর সীমাহীন দুর্নীতিতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে রাজ্যের মানুষের। এ প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় সংস্থা কাজ করছে। জানি মাঝেমধ্যে এই ইডি, সিবিআই নিয়েও নার্ভাস লাগে, মনে হয় এই বুঝি সেটিং হয়ে যায়, কখন কাজকর্মে একটু ঢিলে পড়ে। কখন আসল অপরাধীদের এড়িয়ে চুনোপুঁটিদের ধরা হয়। এ সব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরও যা উন্মোচন, উদঘাটন হয়েছে, তার জন্য আদালতকে তো বটেই, কেন্দ্রীয় সংস্থাগুলিকেও আমি অভিনন্দন জানাই। অন্তত সত্যের একটা আংশিক কদর্যতর চেহারা উন্মোচন করেছে।” পবিত্র সরকার এদিন বলেন, লড়াইটা সবে শুরু হয়েছে। কারও ব্যক্তি চরিত্রের ব্যাপার নয়, এটা প্রশাসন, একটা দলেরও ব্যাপার। বিশিষ্ট এই শিক্ষাবিদের তোপ, “গত ১০ বছর ধরে যারা এই পশ্চিমবঙ্গে শাসন করছে তাদের মজ্জায় যে দুর্নীতির ঘুণ ধরে গেছে, তা প্রকাশ পাচ্ছে।”
কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে একযোগে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শনিবারই শহরে কংগ্রেস, বিজেপি প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। অন্যদিকে এদিনই কলকাতা প্রেস ক্লাবে শহরের বিশিষ্টজনেরাও সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকে বাংলায় আবারও পরিবর্তনের ডাক দেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তাঁর বক্তব্য, “বাংলার সরকারকে আবার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে সেই চেষ্টা সফল হবে।” স্কুলের গ্রুপ ডি থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, টেট, কলেজ সার্ভিস কমিশন সব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনই মন্তব্য করে পবিত্র সরকার বলেন, “হয়ত শিক্ষাক্ষেত্রেই এটা সীমাবদ্ধ নেই, দমকল কর্মীদের ক্ষেত্রে হয়েছে হয়ত, রেশন কর্মীদের নিয়োগে হয়েছে। সর্বত্র টাকা নেওয়া, তোলাবাজি চলছে।”
সরকারি স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাবলী বাংলার মানুষ চাক্ষুষ করেছেন, তা বাংলার জন্য লজ্জার বলেই দাবি করেন পবিত্র সরকার, বিকাশরঞ্জন ভট্টাচার্য, জয়রাজ চক্রবর্তীরা। পবিত্র সরকার বলেন, “কারও ব্যক্তিগত চরিত্রের বিষয়ে আমরা কথা বলব না। কিন্তু কেউ কোটি কোটি টাকা জমায়েত করেছে। তবে এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে যখন আমরা তাকাই, ভাবি কী ভয়ঙ্কর অবিচার চলছে। একজন ব্যক্তির নয়, জানি আমরা সবাই। সেটা ক্রমশ প্রকাশিত হতে যাচ্ছে।”
পবিত্র সরকারের কথায়, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা চলছে। শাসকদলের মন্ত্রীর সীমাহীন দুর্নীতিতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে রাজ্যের মানুষের। এ প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় সংস্থা কাজ করছে। জানি মাঝেমধ্যে এই ইডি, সিবিআই নিয়েও নার্ভাস লাগে, মনে হয় এই বুঝি সেটিং হয়ে যায়, কখন কাজকর্মে একটু ঢিলে পড়ে। কখন আসল অপরাধীদের এড়িয়ে চুনোপুঁটিদের ধরা হয়। এ সব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরও যা উন্মোচন, উদঘাটন হয়েছে, তার জন্য আদালতকে তো বটেই, কেন্দ্রীয় সংস্থাগুলিকেও আমি অভিনন্দন জানাই। অন্তত সত্যের একটা আংশিক কদর্যতর চেহারা উন্মোচন করেছে।” পবিত্র সরকার এদিন বলেন, লড়াইটা সবে শুরু হয়েছে। কারও ব্যক্তি চরিত্রের ব্যাপার নয়, এটা প্রশাসন, একটা দলেরও ব্যাপার। বিশিষ্ট এই শিক্ষাবিদের তোপ, “গত ১০ বছর ধরে যারা এই পশ্চিমবঙ্গে শাসন করছে তাদের মজ্জায় যে দুর্নীতির ঘুণ ধরে গেছে, তা প্রকাশ পাচ্ছে।”