Panchayat Election 2023: বৃহস্পতিতেই মনোনয়নের শেষ দিন, সময়সীমা কি বাড়বে? জেনে নিন কী বলছেন রাজীব সিনহা

Susovan Bhattacharya | Edited By: Soumya Saha

Jun 14, 2023 | 8:12 PM

State Election Commission: মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। তবে সেই মামলায় হাইকোর্ট গোটা বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দিয়েছিল।

Panchayat Election 2023: বৃহস্পতিতেই মনোনয়নের শেষ দিন, সময়সীমা কি বাড়বে? জেনে নিন কী বলছেন রাজীব সিনহা
রাজীব সিনহা

Follow Us

কলকাতা: শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election 2023) মনোনয়ন পর্ব। আজ পঞ্চম দিন। এখনও পর্যন্ত যা স্থির রয়েছে, আগামিকাল (বৃহস্পতিবার) মনোনয়ন জমার শেষ দিন। মনোনয়নের দিন কি বাড়ানো হবে? তা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে রাজনৈতিক মহলে। আজ সন্ধেয় কমিশনের অফিস থেকে বেরনোর সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiv Sinha) প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়ে। জবাবে তিনি বলেন, ‘এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’ শুধু এইটুকু বলেই গাড়িতে চেপে অফিস থেকে বেরিয়ে যান তিনি। উল্লেখ্য, মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। তবে সেই মামলায় হাইকোর্ট গোটা বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দিয়েছিল।

হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়ে দিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থা। ফলে ভোটের মনোনয়ন পর্বের বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, তা নির্বাচন কমিশনই নেবে। তারপর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল মনোনয়ন পর্বের দিনক্ষণ বাড়ানো নিয়ে। কারণ, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার তার আগেই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘মনে হয় সময় বাড়াতে হবে।’ বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলেও সেই সময় জানিয়েছিলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘আইনে সম্ভব হলে আমরা সময় বাড়াব।’ এই কথা অবশ্য হাইকোর্টের রায় আসার আগেই বলেছিলেন তিনি।

তারপর হাইকোর্টের রায়েও গোটা বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরেও ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্তই নিয়ে উঠতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, ১৫ তারিখ পর্যন্ত মনোনয়ন। তারপর ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের জন্য সময় রয়েছে। আর ভোটগ্রহণ হবে ৮ জুলাই।

Next Article