SET Exam: পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম, পিপিই কিট পরে গার্ড! সেট নিয়ে জারি নির্দেশিকা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 08, 2022 | 6:30 PM

SET: করোনার প্রকোপের কথা মাথায় রেখে ১০০টি পরীক্ষাকেন্দ্র বাড়ানো হয়েছে। গতবার ৮৮টি কেন্দ্র ছিল, এবার ১৮৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

SET Exam: পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম, পিপিই কিট পরে গার্ড! সেট নিয়ে জারি নির্দেশিকা
রবিবার রাজ্যে সেট। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: করোনার সংক্রমণের কথা মাথায় রেখে ৩ জানুয়ারি থেকে ফের রাজ্যে বন্ধ হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা। তবে কলেজ সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট (SET) তারা স্থগিত করছে না। বরং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই পরীক্ষা নেওয়া হবে রবিবার। সেইমতোই শনিবার পরীক্ষা গ্রহণের ২৪ ঘণ্টা আগে জারি হল বিজ্ঞপ্তি। জানিয়ে দেওয়া হল কমিশনের তরফে কী কী বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

শনিবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে-

১. থার্মাল স্ক্যানিংয়ের পর কোনও পরীক্ষার্থীর শরীরের তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে বেশি হয় কিংবা কারও মধ্যে যদি করোনার কোনও রকম উপসর্গ দেখা যায় তা হলে সেই পরীক্ষার্থীকে ‘আইসোলেশন রুম’-এ নিয়ে যাওয়া হবে। সেখানে আলাদাভাবে বসে ওই পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

২. যাঁরা পরীক্ষার গার্ড দেবেন তাঁরা প্রত্যেকে গ্লাভস ও মাস্ক পরে থাকবেন। যাঁরা আইসোলেশন রুমে গার্ড দেবেন তাঁরা পিপিই কিট পরে থাকবেন।

৩. আইসোলেশন রুমের ওএমআর (Optical mark recognition) আলাদা খামে ভরা হবে।

একইসঙ্গে সবরকম কোভিড বিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে বলা হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারপার্সন দীপক কর জানান, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ৯ জানুয়ারি রবিবার এই পরীক্ষা হবে। কোভিডবিধি সম্পূর্ণরূপে মেনে এই পরীক্ষা নেওয়া হবে। এই বিধিনিষেধ যাতে ঠিকমতো বজায় রাখা যায় তার জন্য রাজ্য সরকারের প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা প্রতি জেলার জেলাশাসক, সুপারিনটেনডেন্ট অব পুলিশ এবং প্রত্যেকটি স্থানীয় থানার সক্রিয় সহযোগিতা থাকবে।

কলেজ সার্ভিস কমিশনের চেয়ারপার্সন দীপক কর বলেন, “আমরা শুধু পরীক্ষাটা এক ঘণ্টা পিছিয়ে দিয়েছি। যেহেতু পরিবহণে ৫০ শতাংশ নিয়ে চলাফেরার একটা নির্দেশ রয়েছে। পরীক্ষা আগে সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল। সেটা সাড়ে ১০টা করে দেওয়া হয়েছে।”

এবার করোনার প্রকোপের কথা মাথায় রেখে ১০০টি পরীক্ষাকেন্দ্র বাড়ানো হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারপার্সন দীপক করের কথায়, “গতবার ৮৮টি কেন্দ্র ছিল, এবার ১৮৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষা হবে সেখানে যা পড়ুয়া বসার জায়গায় তার অর্ধেক সংখ্যকের সিট পড়ছে। সারা রাজ্যের প্রতিটি জেলায় পরীক্ষা হবে। কোনও পরীক্ষার্থীকে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হবে না। দার্জিলিং, কালিম্পং, সুন্দরবনের সাগর দ্বীপ কোথাও আগে পরীক্ষা হোত না। এবার দার্জিলিং পাহাড়েও পরীক্ষা হবে, কালিম্পয়ের পাহাড়ি এলাকায়ও পরীক্ষা হবে। আবার সাগর দ্বীপেও পরীক্ষা হবে। আমাদের রাজ্যে কলকাতা বাদ দিলে ৬৭টি মহকুমা আছে। প্রতিটিতে কোনও না কোনও কলেজে পরীক্ষা হবেই। কোথাও একাধিক কলেজেও হচ্ছে। যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষার দিন যাতায়াতের কোনও সমস্যা না হয়। সঙ্গে পরীক্ষা শুরুর সময়টাও বাড়ানো হয়েছে।”

আরও পড়ুন: Bankura Sammilani College: বাঁকুড়া সম্মিলনীতে করোনা আক্রান্ত ১৫ চিকিৎসক, ১৯জন নার্সও পজিটিভ

Next Article