কলকাতা: রাজ্য নিরাপত্তা কমিশন পুনর্গঠন করল রাজ্য সরকার। এ ব্যাপারে বহুদিন ধরেই দাবি তুলে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দাবিই শেষ পর্যন্ত মেনে নিল নবান্ন। সচিবালয়ের সম্মতি নিয়ে রাজ্য নিরাপত্তা কমিশনের পুনর্গঠন করলেন রাজ্যপাল। পদাধিকার বলে ওই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মুখ্যমন্ত্রীর পরই কমিশনের দ্বিতীয় সদস্য হলেন বিধানসভার বিরোধী দলনেতা। সেই হিসাবে এই সদস্য শুভেন্দু অধিকারী।
এছাড়াও কমিশনে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী, এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় ও ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।
বাম জমানায় তৈরি হয়েছিল এই রাজ্য নিরাপত্তা কমিশন। তবে তৃণমূল ক্ষমতায় আসার পর এই প্রথমবার রাজ্য নিরাপত্তা কমিশন তৈরি করা হল। সূত্রের খবর, বিরোধী দলনেতা হওয়ার পর শুভেন্দু অধিকারী এই কমিশন তৈরি নিয়ে একাধিকবার দাবি তোলেন। তবে রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার গঠিত হওয়ার পর থেকে গত এক বছরে এই নিরাপত্তা কমিশন নিয়ে আলোচনাও চলছিল বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই কমিশন মূলত রাজ্যের নিরাপত্তা নিয়ে নানা সুপারিশ করে বলেই জানা গিয়েছে।