Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মারার ঘটনায় FIR রেলের, দোষী ধরা পড়লে শাস্তি হতে পারে কঠোর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 03, 2023 | 10:04 AM

Vande Bharat: সিপিআরও (এনএফ রেলওয়ে) সব্যসাচী দে বলেন, "পাথর ছোড়ায় আউটার গ্লাসটা ভেঙেছে। ভিতরের গ্লাসে কিছু হয়নি। যাত্রীদের কিছুই হবে না এ ধরনের পাথর ছোড়ায়। এটা স্টোন পেল্টিং প্রুফ গ্লাসও বলতে পারেন।"

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মারার ঘটনায় FIR রেলের, দোষী ধরা পড়লে শাস্তি হতে পারে কঠোর

Follow Us

কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় এফআইআর দায়ের করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)। রেলওয়ে অ্যাক্টে দায়ের করা হয়েছে এফআইআর। রেলমন্ত্রককে রিপোর্টও পাঠানো হয়েছে। সেমি হাইস্পিডের এই ট্রেনের নিরাপত্তার স্বার্থে কী কী করা প্রয়োজন, তারও উল্লেখ রয়েছে সেখানে। রিপোর্ট তলব করা হয়েছে সামসি ও কুমারগঞ্জ স্টেশন থেকেও। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় পাঠানো হয়েছে আরপিএফ জওয়ান। এলাকায় তল্লাশিও চালানো হয় জিআরপির তরফে। বন্দে ভারত এক্সপ্রেসের অন বোর্ড আরপিএফ জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে সোমবারের ঘটনার পর। এমনও রেল সূত্রে জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার আগে রেইকি ইঞ্জিন চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হতে পারে।

সাধারণ যাত্রী নিয়ে যাত্রার দ্বিতীয় দিনেই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ভেঙে যায় কাচের দরজা। মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের সি১৩ কামরা। এই ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনার পর কোচের সেন্সর অটোমেটেড দরজা বন্ধ হতেও সমস্যা হয়।

সোমবার এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস যখন হাওড়ার দিকে যাচ্ছিল, কুমারগঞ্জ এলাকায় পাথর ছোড়ার ঘটনা ঘটে। সেই অবস্থাতেই মালদহ টাউন স্টেশনে ঢোকে ট্রেন। এই ঘটনাকে খুব হালকাভাবে নিতে নারাজ রেলকর্তারা। সপ্তাহে ৬ দিন এই রুটেই চলবে বন্দে ভারত এক্সপ্রেস। সিপিআরও (এনএফ রেলওয়ে) সব্যসাচী দে বলেন, “সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। আমরা এফআইআর দায়ের করেছি। আমাদের একটা আরপিএফ টিম ঘটনাস্থলে গিয়েছিল। অভিযান চালায়, মানুষকে সতর্কও করে ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে। অনবোর্ড আরপিএফ স্টাফ বাড়ানো হচ্ছে। আরপিএফ প্যাট্রলিং চলবে কুমারগঞ্জ এলাকায়। এটা কিন্তু আসলে সাধারণ মানুষেরই সম্পত্তি। তাই এই ধরনের অপরাধমূলক কাজ যেন না করা হয়। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয়ত, এটার ক্ষতি মানে মানুষেরই ক্ষতি।”

একইসঙ্গে সিপিআরও বলেন, যাত্রীদের ঘাবড়ানোর কারণ নেই। বন্দে ভারত এক্সপ্রেস বা আধুনিক যে সমস্ত ট্রেন তাতে দ্বিস্তরীয় নিরাপত্তা থাকে। তাঁর কথায়, “পাথর ছোড়ায় আউটার গ্লাসটা ভেঙেছে। ভিতরের গ্লাসে কিছু হয়নি। যাত্রীদের কিছুই হবে না এ ধরনের পাথর ছোড়ায়। এটা স্টোন পেল্টিং প্রুফ গ্লাসও বলতে পারেন।” সোমবারের ঘটনায়ও কারও কোনও ক্ষতি হয়নি। ইতিমধ্যেই এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি। টুইটারে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা। সরব দিলীপ ঘোষও।

Next Article