Agitation at Saltlake: কোর্ট অর্ডারের কপিতে সই করেই কৌশল বদল টেট-প্রার্থীদের, পাঁচজন করে ভাগ হয়ে চলছে প্রতিবাদ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 20, 2022 | 9:16 PM

TET: নিয়ম অনুযায়ী, কোথাও ১৪৪ ধারা জারি থাকলে সেখানে পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারেন না।

Agitation at Saltlake: কোর্ট অর্ডারের কপিতে সই করেই কৌশল বদল টেট-প্রার্থীদের, পাঁচজন করে ভাগ হয়ে চলছে প্রতিবাদ
এভাবেই পাঁচজন করে বসে আছেন আন্দোলনকারীরা। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: টেট (TET) উত্তীর্ণদের আন্দোলন। করুণাময়ীর একটি বেসরকারি হাসপাতালের সামনে ধরনায় ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। এদিকে ৯ অক্টোবর থেকে হাসপাতাল চত্বর ও এপিসি ভবন অর্থাৎ পর্ষদের অফিসের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ১৪৪ ধারা মানতে হবে আন্দোলনকারীদের। এদিন সন্ধ্যায় পুলিশ আন্দোলনকারীদের কোর্টের সেই অর্ডারে সই করানোর পরই নতুন কৌশল চাকরি প্রার্থীদের। পাঁচজন পাঁচজন করে আন্দোলনকারীরা বসেছেন ধরনাস্থলে।

কেন পাঁচজন করে বসে রয়েছেন? কারণ, ১৪৪ ধারা জারি থাকা মানে সেই জায়গায় একসঙ্গে পাঁচজনের বেশি থাকতে পারেন না। চাকরি প্রার্থীদের দাবি, কোর্টের নির্দেশকে সম্মান জানিয়েই তাঁরা পাঁচজন করে ভাগ হয়ে একসঙ্গে বসছেন। এক আন্দোলনকারীর কথায়, “সম্মানীয় আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী পাঁচজনের বেশি একসঙ্গে জমায়েত করা যাবে না। তাই আমরা পাঁচজন করে বসেছি। আমরা আমাদের দাবিতে প্রথম থেকেই অনড় ছিলাম। এখনও আছি। শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত থাকব। তবে আদালতকেও আমরা কোনওভাবে অসম্মান করতে চাই না। তাই এই ব্যবস্থা।”

একদিকে পুলিশ যখন আদালতের নির্দেশকে সামনে রেখে এদিন করুণাময়ীতে বারবার মাইকিং করে আন্দোলনরত চাকরি প্রার্থীদের উঠে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে চাকরি প্রার্থীরা তখন সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার তোড়জোড় করেছেন।

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলায় একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে সঙ্গে যোগাযোগ করেন টেট আন্দোলনকারীরা। রাতেই কোর্ট বসিয়ে ডিভিশন বেঞ্চে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করতে চাইছেন তাঁরা।

 

Next Article