কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করেই পরবর্তী টেটের দিনক্ষণ ঘোষণা করতে পারে প্রাথমিক বোর্ড। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠক ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে এই বৈঠকে বসেন অ্যাডহক কমিটির সদস্যরা। সূত্রের খবর, ডিসেম্বরেই টেট নিতে চাইছে পর্ষদ। সেইমতোই এগোতে চাইছে তারা। সূত্রের দাবি, পরবর্তী টেটের বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ থাকতেও পারে। তবে তার আগে টেটের দিনক্ষণ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠকে বসার কথা পর্ষদের। শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে পর্ষদ।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল ঘোষণা করেন, এখন থেকে প্রতি বছর টেট হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির সেই বার্তার পরই প্রস্তুতিও শুরু হয়ে যায়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদে জানানো হয়, পরীক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামো যেন ভাল হয়, যাতায়াতের সুব্যবস্থা থাকে। ৯ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলির ঠিকানা ও সেখানে কতজন পরীক্ষা দিতে পারবেন, তার তালিকা পাঠানোর নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র গাইডলাইনেও উল্লেখ আছে, প্রতি বছর টেট নিতে হবে।
অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার, মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ১৮৯ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন। প্রথমে ২৩ জন, তারপর ৫৪ জন এবং বুধবার আরও ১১২ জনের নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে শুক্রবার প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষকের তথ্যসম্বলিত প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ই এই নির্দেশ দিয়েছেন। নম্বর বিভাজন-সহ এই প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের টেটের প্রেক্ষিতে দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়। সেই দুই দফায় এই ৫৯ হাজার জন লিখিত ও মৌখিকে কত পেয়েছেন, তার বিস্তারিত থাকবে এই তালিকায়।