Manik Bhattacharya: রাতভর সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্য, এখনও ইডি দফতরেই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 11, 2022 | 6:51 AM

SSC Scam: সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠান ইডির আধিকারিকরা।

Manik Bhattacharya: রাতভর সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্য, এখনও ইডি দফতরেই
মানিক ভট্টাচার্য (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি দফতরে হাজিরা মানিক ভট্টাচার্যের। সূত্রের খবর, সোমবার রাতভর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে। সূত্রের দাবি, সোমবার দুপুরের পর ইডির দফতরে যান তিনি। মঙ্গলবার সকাল পর্যন্ত ম্যারাথন জেরা চলছে বলে সূত্রের দাবি। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে নথি জমা দিয়েছেন, সেখানে একাধিক গরমিল রয়েছে। সে কারণেই এই জিজ্ঞাসাবাদ বলেও ইডি সূত্রে খবর।

সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, দুপুর পার করে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এরপর টানা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতভর তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

এই মামলায় আগে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই সমস্ত নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, সেই নথির তথ্য যাচাইয়েই ফের মানিককে তলব। নথিতে বেশ কিছু গরমিল ঠেকেছে ইডির। মূলত, কোন কোন পথে নিয়োগ হয়েছে, কত দূর দুর্নীতির বীজ লুকিয়ে, কারা এই দুর্নীতিতে যুক্ত, কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে, এ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চায় ইডি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগেও একাধিকবার মানিককে তলব করা হয়। কিন্তু কখনও আদালতের রক্ষাকবচ দেখিয়ে কখনও আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান মানিক ভট্টাচার্য। তবে সোমবার তিনি হাজিরা দেন। মানিককে এই রাতভর জিজ্ঞাসাবাদের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে।

সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব অশোক সাহা। গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। ইতিমধ্যেই টাকা দিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তি কতটা জোরাল সেদিকটা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে জিজ্ঞাসাবাদ নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Next Article