Weather Update: মঙ্গলবার থেকে বড় পরিবর্তন রাজ্যের আবহাওয়ায়, জারি কমলা সতর্কতা

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 22, 2023 | 4:10 PM

Weather Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ৫০-৬০ কিমি/ ঘণ্টা গতিবেগে ঝড়।

Weather Update: মঙ্গলবার থেকে বড় পরিবর্তন রাজ্যের আবহাওয়ায়, জারি কমলা সতর্কতা
ঝেঁপে বৃষ্টি নামবে আজ থেকেই।

Follow Us

কলকাতা: কখনও মেঘলা আকাশ। কখনও আবার মেঘের ঝলকানি। কখনও জোরে বাতাস। কখনও বা দু’এক পশলা বৃষ্টি। চলতি সপ্তাহে এমনই আবহাওয়া দেখেছে বঙ্গবাসী। তবে এত কিছুর পরও গরমের দাপট কিন্তু কমেনি। সকাল বেলায় বেরোলেই হাপিত্যেস করতে হচ্ছে রাজ্যবাসীকে। এর মধ্যে স্বস্তির বার্তা। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি অনুকূল থাকবে। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে জারি থাকবে কমলা সতর্কবার্তা।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ৫০-৬০ কিমি/ ঘণ্টা গতিবেগে ঝড়। বজ্রপাত নিয়েও বিশেষ সতর্কতা আবহাওয়া দফতরের। তবে চাষির বিপদ বাড়তে পারে হতে পারে শিলাবৃষ্টিতে। সব জেলাতেই শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

অপরদিক, উত্তরবঙ্গে এক থেকে দু’টি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। আগামিকাল থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা থাকছে না। প্রসঙ্গত, এর আগে হাওয়া অফিসের পূর্বাভাস তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছিল। আগামী দু’দিন গরম বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বেশি দিন এই কষ্টে ভুগতে হবে না।

Next Article