Monsoon Forecast 2022: দু’দিনেই বাংলায় ঢুকছে বর্ষা, কোন কোন জেলা ভাসতে চলেছে, জানিয়ে দিল হাওয়া অফিস

Weather Update: বৃহস্পতিবারই মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে প্রবেশ করেছে।

Monsoon Forecast 2022: দুদিনেই বাংলায় ঢুকছে বর্ষা, কোন কোন জেলা ভাসতে চলেছে, জানিয়ে দিল হাওয়া অফিস
মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস।

| Edited By: সায়নী জোয়ারদার

Jun 02, 2022 | 7:39 PM

কলকাতা: গুটি গুটি পায়ে এগোচ্ছে বর্ষা। কেরলের পর এবার উত্তর পূর্বের রাজ্যগুলিতেও ঢুকতে শুরু করেছে মৌসুমী বায়ু। বৃহস্পতিবারই তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু’দিনের মধ্যে উত্তর পূর্বের বাকি রাজ্যগুলিতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। একইসঙ্গে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের বেশ কিছু জেলার সঙ্গে সিকিমেও শুরু হবে বর্ষামঙ্গল। তবে দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও পূর্বাভাস নেই। এমনিতেই জুনের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা ক্ষীণ। কলকাতায় আসতে আসতে ১১ জুন হয়ে যাওয়ার কথা। ফলে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা দেখে কিংবা বিক্ষিপ্ত বৃষ্টির ঝাপটাকে ভুল করেও যেন বর্ষার পদধ্বনি ভেবে বসবেন না।

বৃহস্পতিবারই মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে প্রবেশ করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে তা প্রাক বর্ষার বৃষ্টি বলাই ভাল। আগামী দু’দিনে বর্ষা প্রবেশ করলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে। কলকাতাতে আগামী দু’দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি কিন্তু মোটেই কাটবে না। আকাশ মেঘলা থাকায় গুমোট গরম পোহাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আগামী দু’দিন এই পরিস্থিতি বদলের খুব একটা সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হতে হবে।

সামগ্রিক বর্ষা নিয়ে এ বছর সুখবর শুনিয়েছে মৌসম ভবন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে স্বাভাবিকের চেয়ে ৩ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি তেমনটা হয় তাহলে এই নিয়ে চার বছর স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে চলেছে দেশে। তবে বাংলার বরাতে কী আছে, এখনই তা বলা সম্ভব নয়।