কলকাতা: নিয়োগের দাবি লাগাতার আন্দোলনে টেট (TET) থেকে এসএসসির (SSC) চাকরি প্রার্থীরা। অন্যদিকে নিয়োগ কেলেঙ্কারি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর আরও অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। এদিকে কিছু দিন আগে এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে দেখার করার দাবি তুলে একজোট হয়েছিলেন টেট প্রার্থীরাও। তবে তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান তিনি শীঘ্রই দেখা করবেন টেটের চাকরিপ্রার্থীদের সঙ্গে। তবে কবে সেই বৈঠক হবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বুধবার বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন ব্রাত্য। বৈঠক শেষে সাংবাদিকদেক মুখোমুখি হয়ে ব্রাত্য জানিয়ে দেন আলোচনা সদর্থক হয়েছে।
এদিন ব্রাত্য বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করব। মহামান্য আদালতের নির্দেশকেও আমরা আমাদের নিয়োগের আওতার মধ্যে নিয়ে আসব। আমরা সকলের দাবি শুনেছি। আমাদের বিভাগীয় প্রধান সচিব থেকে ল অফিসার সকলেই ছিলেন। প্রাইমারি বোর্ডের সেক্রেটারি ছিলেন। আমি ওদের বলেছি চাকরি প্রার্থীদের দাবি খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সমস্যার সমাধান করা যায় তা দেখতে।”
কিন্তু নিয়োগ কবে? এ প্রশ্নের উত্তরে ব্রাত্য জানান, “আশা করছি জট ছাড়াতে পারব। দিনক্ষণ বলা মানেই আমাদের উপর চাপ তৈরি হওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আলোচনায় সাড়া দিচ্ছি। ইতিবাচক আলোচনা হচ্ছে। আইনি পথে যদি দেখা যায় সবার চাকরি হচ্ছে তাহলে হবে। আইনি পথে যদি দেখা যায় সকলের চাকরি হচ্ছে না। তাহলে হবে না। আইনের বাইরে আমরা কিছুতেই যাব না। আদালতের রায়কে মাথায় রেখেই করব।” ব্রাত্যর এ মন্তব্য নিয়েই এদিন জোর চর্চা চলছে শিক্ষা মহলে। তবে কী এবার দীর্ঘ আন্দোলন শেষে অবশেষে আশার আলো দেখতে পাবেন চাকরি প্রার্থীরা? উঠছে প্রশ্ন।