Centralized Referral System: রোগীরা যেন কুকুর-বিড়াল! ‘নতুন’ রেফারেল সিস্টেমে আদৌ বেড মিলবে? কী বলছে বাস্তব চিত্র

Centralized Referral System: হাবড়ার ছোট্ট মেয়েটিকে যখন রেফার করা হয়, তার আগে এটা কেউ নিশ্চিত করেছিল যে সে দ্বিতীয় হাসপাতালে গিয়ে একটা বেড পাবে? বাবা-মাকে হন্যে হয়ে একটা বেডের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ছুটে বেড়াতে হবে না?

Centralized Referral System: রোগীরা যেন কুকুর-বিড়াল! নতুন রেফারেল সিস্টেমে আদৌ বেড মিলবে? কী বলছে বাস্তব চিত্র
চাপানউতোর নাগরিক মহলে Image Credit source: Getty Images

Nov 14, 2024 | 5:20 PM

হাসপাতালে ভর্তি হতে না পেরে, গড়িয়ার প্রৌঢ়কে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছুটেছিল পরিবার। কিন্তু, চিঠি নিয়ে এসএসকেএমে যেতে যেতে সব শেষ। আর হাবড়ার পাঁচ বছরের শিশুকন্যা, তাকেও তো রেফারের চক্করে পড়ে পরপর হাসপাতালে ছুটে এসএসকেএমে ভর্তি হতে হল। অভিযোগ, সেন্ট্রালাইজড রেফারাল সিস্টেম নিয়ে স্বাস্থ্যভবনের দাবি যে কতটা অন্তসারশূন্য, ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেয়। তাহলেও আদৌও কতটা ঠিকঠাক কাজ করছে এই সেন্ট্রালাইজড রেফারাল সিস্টেম? বদল আসছে কোন কোন জায়গায়? স্বাস্থ্য মহলের পাশাপাশি প্রশ্ন ঘুরছে আম-আদমির মধ্যেও। কিন্তু, অভিযোগের বন্যা এখনই থামছে না।  অভিযোগের অন্ত নেই  ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন