কলকাতা: বিগত কয়েকদিনে অনেকটাই কমেছে বৃষ্টির দাপট। শুক্রবারের পর শনিবারও সকাল থেকে কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু নিম্নচাপের কারণে উত্তাল থাকছে বঙ্গোপসাগর। সে কারণে মৎসজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা। রবিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি ওড়িশার মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা থাকছে রবিবার পর্যন্ত। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার দেখা যেতে পারে সমুদ্রে।
একইসঙ্গে ঘূর্ণিঝড় আসনার দাপট চলছে চলছে আরব সাগরে। তবে এগুলির কোন প্রভাব আপাতত বাংলার উপর পড়ছে না। বলছেন আবহাওয়াবিদরা। তবে এদিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির দেখা যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। একই ছবি দেখা যেতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব থাকছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। সেখানেই এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী দু’দিনের মধ্যে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ দ্রুত গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে।
তবে আপাতত কলকাতাতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৮ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে।