Weather Update: এখনও পাক খাচ্ছে দানা, ফের বৃষ্টি বাংলায়? কী বলছে আবহাওয়া দফতর?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Oct 27, 2024 | 4:56 PM

Weather Update: হাওয়া অফিস বলছে, বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমনই বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। যার জেরে বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকলেও কখনও কখনও আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে।

Weather Update: এখনও পাক খাচ্ছে দানা, ফের বৃষ্টি বাংলায়? কী বলছে আবহাওয়া দফতর?
কী বলছে হাওয়া অফিস?

Follow Us

কলকাতা: বৃহস্পতি থেকে শুক্রবার। দিনভর মুষলধারার সাক্ষী থেকেছে বাংলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষাবাদের। যদিও শেষ পর্যন্ত বাংলা ছেড়ে বিদায় নিয়েছে দানা। তাতেই খানিকটা স্বস্তিতে কৃষকেরা। হাওয়া অফিস বলছে আগামী পাঁচ-ছয়দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা দিনের কিছু কিছু সময় মেঘলা থাকতে পারে। আগামী ৫ দিনের মধ্যে দু’ এক জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর। 

শুধু দক্ষিণবঙ্গ নয়। একই ছবি দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি বর্তমানে উত্তর ওড়িশার উপর রয়েছে। কিন্তু ধীরে ধীরে আরও শক্তি হারিয়ে ছত্তিশগঢ় থেকে মধ্যপ্রদেশের দিকে এগোতে থাকবে। তবে এদিন সন্ধ্যার পর থেকে তার প্রভাব আর কোনও এলাকার উপরেই একদমই থাকবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

হাওয়া অফিস বলছে, বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমনই বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। যার জেরে বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকলেও কখনও কখনও আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। কলকাতার আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৭ থেকে ৯৭ শতাংশের আশপাশে।

Next Article