
প্রীতম দে এবার যাত্রা পাড়ার ভিলেন মেছো কার্তিক। এবার কোনও পলিটিক্যাল পালা হচ্ছে না। এবার সরকার শেখাচ্ছে যাত্রা। প্রতিবছর রথযাত্রার সময় শহরের এই গলিটা রংচংয়ে পোস্টার আর রংচংয়ে নামে সেজে ওঠে। স্বামী কেন আসামি। কাজল লতায় কাল কেউটে। সিঁদুরের মর্ম বোঝে না মেয়েরা। এরকম সব চিত্তাকর্ষক শিরোনাম। এবার যদি নতুন বাজারের পাশ দিয়ে বিকে পালের দিকে যেতে থাকেন তাহলে যাত্রাপালার গলিতে দেখবেন একটা নাম জ্বলজ্বল করছে, সেটা হল যাত্রাপালার নতুন খলনায়ক মেছো কার্তিকের আগমন। মেছো কার্তিককে মঞ্চে নিয়ে আসছেন নেপাল সরকার। তিনি বহু আগে থেকেই বিভিন্ন নতুন নতুন ভিলেনের জন্ম দিয়েছেন...