Jawan Movie: ‘প্রশ্ন করুন, আঙুল তুলুন’, দেশ-কাল-রাজনীতি নিয়ে ‘জওয়ান’-এ আর কী কী বার্তা বাদশার?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 09, 2023 | 9:59 PM

Jawan Movie: ছবির মধ্যে থাকা একাধিক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও তুমুল চর্চা চলছে। অনেক সিনে বোদ্ধাই বলছেন যেখানে বর্তমান যুগের সিংহভাগ পরিচালক ‘মাশালা’ সিনেমা বানিয়ে লাভের গুড় ঘর তুলতে মুখিয়ে থাকেন। সেখানে মাশালা ঘরানার ছবি হয়েও সমাজ-রাজনীতির প্রতি নিজের দায়বদ্ধতা ভোলেনি ‘জওয়ান’।

Jawan Movie: ‘প্রশ্ন করুন, আঙুল তুলুন’, দেশ-কাল-রাজনীতি নিয়ে ‘জওয়ান’-এ আর কী কী বার্তা বাদশার?
রোজই নিত্যনতুন রেকর্ড করছে 'জওয়ান'
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: গোটা দেশের পাশাপাশি জওয়ান জ্বরে কাঁপছে কলকাতাও। সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক, সর্বত্রই চলছে জোর চর্চা। কেউ দেখেছেন, অনেকেই দেখেননি, কিন্তু SRK ক্যারিশ্মার দৌলতে কেউই যেন নিজেকে সেই চর্চা থেকে দূরে রাখতে পারছেন না। অনেকেই বলছেন, এই ছবিতে সমাজকে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতারা, তা অবশ্যই আলোচনা সাপেক্ষ। চর্চায় ছবিতে থাকা একাধিক বক্স পর্দা কাঁপানা ডায়লগ। ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কার।’ ছবিতে থাকা এই ডায়লগ ঘিরেও চলছে তুমুল চর্চা। প্রসঙ্গত, এ ক্ষেত্রে বলে রাখা ভাল বছর দুয়েক আগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এ ঘটনার পর সংবাদমাধ্যম বারবার নানা প্রশ্ন করলেও মোটের উপর চুপ থাকতেই দেখা গিয়েছিল কিং খানকে। সাফ বলেছিলেন, যদি কোনও উত্তর দিতে হয় তাহলে সেটা ছবির মাধ্যমেই দেব। তাহলেই কী এই ডায়লগের মাধ্যমে সেই উত্তরই দিলেন তিনি? জোরালো হয়েছে জল্পনা। 

অন্যদিকে ছবির মধ্যে থাকা একাধিক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েও তুমুল চর্চা চলছে। অনেক সিনে বোদ্ধাই বলছেন, যেখানে বর্তমান যুগের সিংহভাগ পরিচালক ‘মাশালা’ সিনেমা বানিয়ে লাভের গুড় ঘর তুলতে মুখিয়ে থাকেন। সেখানে মাশালা ঘরানার ছবি হয়েও সমাজ-রাজনীতির প্রতি নিজের দায়বদ্ধতা ভোলেনি ‘জওয়ান’। ছবির ছত্রে ছত্রে রয়েছে প্রতিষ্ঠান বিরোধিতার সুর। এখানেই সাফল্য নির্মাতাদের। যদিও বিতর্কের অবকাশ অবশ্যই রয়েছে। পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত। 

এই ছবিতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার অবস্থার কথা যেমন তুলে ধরা হয়েছে, তেমনই আবার অর্থকষ্টে লাগাতার কৃষকদের আত্মহত্যা ও মুদ্রার উল্টোপিঠে শিল্পপতিদের ঋণ মুকুবের প্রসঙ্গও উঠে এসেছে। ছত্রে ছত্রে রয়েছে অসাধু অস্ত্র ব্যবসায়ীদের কথাও। জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের উপরেও। সর্বোপরি সরকার গঠনে নাগরিকদের ভূমিকা নিয়েও করা হয়েছে সতর্ক। চর্চায় রয়েছে ছবিতে থাকা একটি বিশেষ দৃশ্য। তাতেই রয়েছে শাহরুখের একটা মনোলগ। যেখানে শাহরুখ বলছেন, ‘ভয়, টাকা, জাত-পাত, ধর্ম সম্প্রদায়ের বিনিময়ে ভোট দেওয়ার বদলে আমি চাই যে ভোট চাইতে আসে তাঁকে প্রশ্ন করুন, আপনার জন্য ৫ বছরে তিনি কী করবেন? আপনার ছেলের শিক্ষার জন্য তিনি কী করবেন? আপনার ছেলের চাকরি দিতে তিনি কী করবেন? আপনি অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কী করবেন? আঙুল তুলে প্রশ্ন করুন। আপনার একটা আঙুলেই রয়েছে সব ক্ষমতা।’ আর এখানেই ছবির নির্মাতা, গল্পকার, চিত্রনাট্যকার, সর্বোপরি অভিনেতাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক সচেতনতা নিয়ে চলছে জোর চর্চা। অনেকেই বলছেন, যে কথা বলতে অনেকেই ভয় পান, তা যেন অকুতোভয়ে বলে ফেলেছে ‘জওয়ান’।

Next Article