কলকাতা: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। ইতিমধ্যেই প্রথম দফায় বাংলার জন্য ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশও করে দিয়েছে বিজেপি। যে কোনও মুহূর্তে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই সামনে আসতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা। বামেদের হয়ে কে কে দাঁড়াচ্ছে সেই প্রশ্নও ক্রমেই জোরালো হতে শুরু করেছে বেশ কয়েক সপ্তাহ ধরেই। সামনে আসছে সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমান, মীনাক্ষী মুখোপাধ্যায়দের নাম। তিনজনকেই যদিও শেষ বিধনসভা নির্বাচনে লড়তে দেখা গিয়েছিল। এবার জোর জল্পনা মহম্মদ সেলিমকে নিয়ে। সিপিএমের রাজ্য সম্পাদক হতে পারেন এবারের লোকসভা ভোটের প্রার্থী! শোনা যাচ্ছে এই জল্পনাও। কোন আসনে লড়তে পারেন তিনি? শোনা যাচ্ছে মুর্শিদাবাদ আসনের কথা। যদিও সিপিএমের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত খাতায় কলমে কিছুই জানানো হয়নি। প্রশ্ন করতেই সেলিমের তরফে এল চিরাচরিত হেয়ালি ভরা জবাব।
বললেন, “কে প্রার্থী হবেন এগুলো কী পথে চলতে চলতে হয়। এগুলো সব আলোচনা করে ঠিক হয়। শোনা কথা বিশ্বাস করো না। গুজবে বিশ্বাস করো না। গুজবে মারামারি হয়ে যায়। যা দেখছ তা বিশ্বাস করো।” এদিকে লোকসভা ভোট নিয়ে বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে জোর চর্চা হলেও তৃণমূল শেষ পর্যন্ত জোটের হাত না ধরার সিদ্ধান্ত নিয়েছে। খোদ এ কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন সমঝোতা নিয়ে বাংলার বুকে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিস্তর সংঘাতও হতে দেখা গিয়েছে। লাগাতার সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই অধীরের কাছে সেলিম প্রসঙ্গ উঠতেই সোজা-সাপটা উত্তর দিলেন না তিনিও। বললেন, দাঁড়াতেই পারে। আমি কী বলব। আমাদের তো সমঝোতা কিছু ফাইনাল হয়নি। যখন সমঝোতা হবে। আসন ভাগ হবে। তখন এসব কথা বলতে পারব। এখন এসব কিছু বলতে পারব না।
তৃণমূল নেতা আবু তাহের আবার সেলিমকে মুর্শিবাদের ‘স্বাগত’ জানাচ্ছেন। খোঁচা দিয়ে বলছেন, আমরা স্বাগত জানাঅ। আমরা চাই মহম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় আসুন। প্রতিদ্বন্দ্বিতা করুন। মুর্শিদাবাদে খাতা খুলতে যে জোটই হোক জেলার মানুষ উপযুক্ত জবাব দেবে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলছেন, প্রার্থী হলেই জামানত জব্দ হবে।
সূত্রের খবর, অধীরগড় মুর্শিদাবাদে বাম-কংগ্রেস বোঝাপড়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে। জেলায় ২-১ ফর্মুলায় সমঝোতা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। শোনা যাচ্ছে বহরমপুর জঙ্গিপুরে থাকতে পারে কংগ্রেস প্রার্থী। মুর্শিদাবাদ কেন্দ্র ছাড়া হতে পারে বামেদের! একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল মুর্শিদাবাদ আসন। ১৯৮০ থেকে ২০০৪ বামেদের দখলে ছিল মুর্শিদাবাদ। ২০১৪ তেও এই আসনে জিতেছিল বামেরা।
গত কয়েকমাসে মুর্শিদাবাদ লোকসভায় সময় দিয়েছেন সেলিম। এখন তিনি সেখানে দাঁড়ালে বামেরা জিততে পারে কিনা এখন সেটাই দেখার। যদিও সিপিআইএম এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলছেন, উনি প্রার্থী হলে তো ভাল। ওরকম একজন প্রাক্তন সাংসদ প্রার্থী হলে তো ভালই।