Vande Bharat Express : বন্দে ভারতে হামলায় প্রচ্ছন্ন মদত নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ, জবাব দিল তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 03, 2023 | 11:28 PM

Vande Bharat Express : রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে ফিরতি পথে হাওড়া আসার সময় মালদায় ইনসপেকশনের কাজ চলাকালীন দেশের দ্রুতগামী এই ট্রেনের দুটি কামরার জানলার কাচ ভাঙা অবস্থায় দেখতে পান রেলকর্মীরা।

Vande Bharat Express : বন্দে ভারতে হামলায় প্রচ্ছন্ন মদত নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ, জবাব দিল তৃণমূল

Follow Us

কলকাতা : পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express,) হামলার ছবি সামনে আসতেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোরদার তরজা। “বন্দে ভারত এক্সেপ্রেসে লাগাতার হামলার ঘটনায় তৃণমূল সরকারের ইন্ধন নেই তো?” প্রশ্ন তুলে দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। “শকুনের রাজনীতি করছে বিজেপি”, এ ভাষাতেই পাল্টা তোপ দেগেছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ শান্তনু সেন। সোমবারের পর ফের মঙ্গলবার। ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে ফিরতি পথে হাওড়া আসার সময় মালদায় ইনসপেকশনের কাজ চলাকালীন দেশের দ্রুতগামী এই ট্রেনের দুটি কামরার জানলার কাচ ভাঙা অবস্থায় দেখতে পান রেলকর্মীরা। লাগাতার হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্যে।

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “এই দ্রুতগতির ট্রেন আমাদের দেশের একটা গর্বের জিনিস। তবে দুর্ভাগ্যের বিষয় এখন পরিষেবা বন্ধ করার চেষ্টা চলছে। আর এটা হচ্ছে বাংলাতে। এতে মানুষ বঞ্চিত হবে। দেশের সম্মানেও আঘাত লাগবে। যদিও তারপরও এখানকার সরকারের এ বিষয়ে কোনও হেলদোল নেই। কোনও প্রতিক্রিয়াও দিচ্ছে না। এ ঘটনা আটকানোর কোনও চেষ্টাও নেই। পরপর দুবার এ ঘটনা ঘটল। তদন্ত করা উচিত। কিন্তু, সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের হাতে আছে। জানি না ওদের এতে প্রচ্ছন্ন সমর্থন আছে কি না। উদ্বোধনের সময় যে ধরনের বিতর্ক হয়েছিল তাতে সবার মনে এই প্রশ্ন উঠছে।”

দিলীপের পাল্টা দিতে গিয়ে উত্তরপ্রদেশ গুজরাটের প্রসঙ্গ তুলেছে তৃণমূল। পাল্টা কটাক্ষবাণ শানিয়ে তৃণমূল সাংসদ শান্তুনু সেন বলেন, “মালদা, তার আগে জলপাইগুড়ি, তার আগে উত্তরপ্রদেশ, তার আগে গুজরাট। বন্দে ভারতের উপর যা হচ্ছে তা অন্যায়। কারণ রেল জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত। আর বিজেপি তো শকুনের রাজনীতি করছে। ওদের কাছে আমি জানতে চাই উত্তরপ্রদেশ, গুজরাটে যখন একই ঘটনা ঘটেছিল তখন কী তারমধ্যে তাঁরা রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছিলেন। কোনও একটা ঘটনা ঘটলে রাজনীতি করা বন্ধ করুন। নাহলে আমরাও বলতে পারি বিজেপি তাদের ক্যাডারদের দিয়ে ঢিল ছুড়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে কি না তার কী ঠিক আছে। আর রেল, রেল পুলিশ, রেল পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। যা ঘটেছে তা অন্যায়। কিন্তু, এটা নিয়ে রাজনীতি করা তার থেকে বড় অন্যায়।”

রেল সূত্রে খবর, মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থেকে ফিরতি মালদায় ট্রেনটির ইনপেকশন করছিলেন রেল কর্মীরা। সেখানেই রেল কর্মীরা দেখেন সি৩ এবং সি৬ কামরার জানলায় পাথরের দাগ রয়েছে। এর আগে সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে জানা যায়।

Next Article