কলকাতা: কোভিড আতঙ্কের মাঝেই সাইক্লোনের ভয় প্রহর গুণছে বাংলা। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সাইক্লোন ‘ইয়াস’। বিপদ ক্রমশ এগিয়ে আসছে। আজ, সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর থেকে সাংবাদিক বৈঠকে জানানো হল, সেই ঘূর্ণিঝড়ের অবস্থান। ল্যান্ডফলের সময় আগের অনুমানের থেকে এগিয়ে এসেছে, সে কথাও জানালেন আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে ডিডিজিএম জানিয়েছেন, ‘এই মুহূর্তে দীঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস।’ তিনি উল্লেখ করেছেন, আগামী ১২ ঘণ্টায় ‘সিভিয়ার’ বা তীব্র সাইক্লোনে পরিণত হবে ‘ইয়াস।’ তার পররে ২৪ ঘণ্টায় ‘ভেরি সিভিয়ার’ বা ‘অতি তীব্র’ সাইক্লোনে পরিণত হবে সেই ঘূর্ণিঝড়। গতিপথ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিমের দিকে।
ঠিক কখন, কোথায় ক্রস করবে?
২৬ মে ভোরেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছে যাবে সেই সাইক্লোন। আর ওই দিন দুপুরে সেই ঝড় বালেশ্বরের গা ঘেঁষে বেরবে। ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় হিসেবে সাগর দ্বীপ ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ক্রস করবে এটি।
সাইক্লোনের প্রভাবে প্রবল বৃষ্টি:
আজ থেকে উপকূলবর্তী জেলা ও কলকাতায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামিকাল ২৫ মে, মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। আর ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। ২৬ মে অর্থাৎ যে দিন ল্যান্ডফল হবে, সে দিন বৃষ্টির দাপট হবে অনেক বেশি। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হবে তি ভারী বৃষ্টিপাত। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা। নদিয়া, মুর্শিদাবাদ ও দার্জিলিং-এও থাকবে ভারী বৃষ্টির সতর্কতা। পরের দিন অর্থাৎ ২৭ তারিখ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। বৃষ্টি হবে সিকিম ও ঝাড়খণ্ডেও।
হাওয়ার গতিবেগ:
এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার/ ঘণ্টা। আগামিকাল দুপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার হবে সেই বেগ। ২৬ তারিখ ভোরে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টায় এগোবে ঝড়, সকালের মধ্যে গতিবেগ পৌঁছবে ৯০ থেকে ১০০ কিমিতে। উপকূলে ল্যান্ডফলের সময় গতিবেগ হবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুই মেদিনীপুরে ও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। হাওড়া, হুগলি ও কলকাতায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগ থাকবে।
সমুদ্রের অবস্থা:
২৫ ও ২৬ তারিখে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাবে। মূলত ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়ায় এর প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুরে ২ থেকে ৪ মিটার ও দক্ষিণ ২৪ পরগনায় ১ থেকে ২ মিটার উচ্চতা হতে পারে ঢেউয়ের।
*** ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪