কলকাতা: শুধুমাত্র একজন মন্ত্রী নন, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বাড়িতে তল্লাশি চলছে শুনে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একজন হেভিওয়েট রাজনীতিককে ইডি গ্রেফতার করল ভোরের আলো ফোটার আগেই। তল্লাশি বা জিজ্ঞাসাবাদের মুখে যে শুধু জ্যোতিপ্রিয় পড়েছেন, তেমনটা নয়। রথীন ঘোষ, মলয় ঘটক, ফিরহাদ হাকিম- এমন অনেকেরই নাম রয়েছে কেন্দ্রীয় সংস্থার আতস কাচের নীচে। তবে একদিনের তল্লাশির পরই কেন গ্রেফতার করা হল বনমন্ত্রীকে?
ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে ম্যারাথন তল্লাশি চালানোর পরও তাঁকে গ্রেফতার করার কোনও সিদ্ধান্ত নেননি তদন্তকারী আধিকারিকরা। রাত ১২ টা পর্যন্তও তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে, মন্ত্রীর বাড়ির সমান্তরালে তল্লাশি চলছিল তাঁর আপ্তসহায়ক অমিত দে-র বাড়িতেও। মধ্যরাতে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা।
সূত্রের খবর, অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু তথ্য জানতে পারেন ইডি অফিসাররা। সেই তথ্য খতিয়ে দেখার জন্য রাত ১২ টার পর নতুন করে প্রশ্ন পর্ব শুরু হয় মন্ত্রীর বাড়িতে। জানা যাচ্ছে, সেই সব প্রশ্নের উত্তর দিতে বেজায় আপত্তি ছিল জ্যোতিপ্রিয়র। তদন্তে অসহযোগিতার অভিযোগও সামনে আসে। এরপর ইডি আধিকারিকরা পুরো বিষয়টা জানান দিল্লিতে সংস্থার সদর দফতরে। তারপরই মন্ত্রীকে গ্রেফতার করার জন্য তোড়জোড় শুরু হয়।