কলকাতা: কখনও বাড়ছে, কখনও কমছে। পারাপতন জারি রয়েছে গোটা বাংলাজুড়েই। এদিকে কলকাতা-সহ আশপাশের জেলাতে সেই অর্থে জাঁকিয়ে শীতের দেখা না মেলাতে মুখ ভার শীতপ্রেমীদের। এরইমধ্যে আবার বৃষ্টির কথাও শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাও। এদিন দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দার্জিলিংয়ের কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি মোটের উপর শুকনোই থাকবে।
বর্তমানে দু’টি সিস্টেম সবথেকে বেশি ভাবাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের কর্তাদের। একটি পশ্চিমী ঝঞ্ঝা, অন্যটি বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখা। হাওয়া অফিসের কর্তারা বলছেন, এই দুইয়ের জোড়া ফলায় বাংলায় ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। ফলে বাধা পাচ্ছে ঠান্ডা। রাস্তা পরিষ্কার হচ্ছে বৃষ্টির। তবে এই দুই সিস্টেমের দাপট কেটে গেলে ফের শীতের চেনার ছবিটা ফিরবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। তবে আপাতত আগামী দুই থেকে তিনদিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে ১১ তারিখের পর অবস্থার কিছুটা বদল হবে। পারা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।