CBI probe: হাতে একাধিক কেসের তদন্তভার থাকলেও কেন হচ্ছে না সুরাহা? প্রশ্ন তুলে সিবিআই দফতরের সামনে বিক্ষোভে বিজেপি

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 14, 2022 | 10:53 PM

CBI probe: নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে বিক্ষোভে নামল বিজেপি। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বেই চলে এদিনের প্রতিবাদ কর্মসূচি।

CBI probe: হাতে একাধিক কেসের তদন্তভার থাকলেও কেন হচ্ছে না সুরাহা? প্রশ্ন তুলে সিবিআই দফতরের সামনে বিক্ষোভে বিজেপি
ছবি - বিক্ষোভে বিজেপি

Follow Us

কলকাতা: একের পর এক মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। যাতে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। তদন্ত শুরু হলেও হয়নি কোনও সুরহা। যা নিয়ে মঙ্গলবার নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের শীর্ষ আদালত। এদিকে দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই মাঠে নামলেও এখনও পর্যন্ত কেনও কোনও সুরাহা করতে পারছে না কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা? তারই প্রতিবাদে এবার নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে বিক্ষোভে নামল বিজেপি। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বেই চলে এদিনের প্রতিবাদ কর্মসূচি। যতক্ষণ না সিবিআই আধিকারিকেরা এসে কেসগুলির গতিবিধি নিয়ে তাদের জানাচ্ছেন, যতক্ষণ না মিলছে কোনও আশ্বাসবাণী ততক্ষণ এ বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন রাকেশ সিং। 

এদিন আন্দোলন মঞ্চ থেকেই বিক্ষোভ প্রদর্শনের একটি লাইভও করতে দেখা যায় রাকেশ সিংকে। সেখানেই তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। সিবিআই কেনও কারও বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তাঁদের উচিৎ দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা। বাংলার মানুষ ভরসাকে ভাঙছে সিবিআই। যদি ঠিকঠাক ভাবে তদন্ত হত তাহলে তৃণমূলের গোটা সরকারটাই এতক্ষণে জেলের মধ্যে থাকত। আমরা নারদা থেকে সারদা, সব ক্ষেত্রেই দেখেছি কীভাবে সেটিং হয় এখানে। ন্যায় অন্যায় গোটা দুনিয়া দেখেছে। সবাই দেখেছে কীভাবে সাধারণ মানুষের টাকা লুঠ করা হয়েছে। তাই সিবিআইয়ের কাছে আমাদের দাবি দ্রুত সমস্ত মামলায় কঠোর পদক্ষেপ নেওয়া হোক। দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হোক। 

এদিকে এসএসসি দুর্নীতির তদন্ত প্রক্রিয়া বেশিদূর না এগনোয় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে সিবিআই। সিবিআই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করে  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কোনও আশার আলো দেখতে পাচ্ছি না।” এদিকে SSC দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কতটা এগল? এ প্রশ্ন আগেই উঠতে শুরু করেছিল। কিন্তু, আজ একেবারে রাজ্যের শীর্ষ আদালত তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তীব্র চাপান-উতর তৈরি হয়েছে। কিন্তু, তারপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে খোদ কেন্দ্রের শাসক দলের এ হেন বিদ্রোহ নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।  

Next Article