কলকাতা: দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা দিয়েছে রাজ্য সরকার (West bengal State Government)। কিন্তু আদৌ সেই টাকায় তারা ট্যাব কিনেছে কি না তার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসি জমা দিতে হবে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের। এদিকে এই ‘নিদান’ মানতে নারাজ তাঁরা। পাল্টা তাঁদের অভিযোগ, এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য তাঁদের উপর শিক্ষা দফতর চাপ দিচ্ছে। এ নিয়ে বুধবার শিক্ষা দফতরে চিঠি দিল প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন।
লকডাউনে পড়াশোনার জন্য প্রায় সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেয় রাজ্য সরকার। কিন্তু ওই টাকা কোথা থেকে এল? সূত্রের খবর, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প আছে। যার টাকা পায় রাজ্য সরকার। যেমন, সমগ্র শিক্ষা অভিযান, মিড ডে মিলের টাকা। সেই প্রকল্পের বরাদ্দ অর্থ-সহ একাধিক প্রকল্পের টাকা থেকে ট্যাবের জন্য অর্থ বিলি করার অভিযোগ উঠেছে শিক্ষা দফতরের বিরুদ্ধে। এখন স্কুলকে ট্যাব ইউটিলাইজেশনের ফর্ম পূরণের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
ছাত্র-ছাত্রীরা ট্যাব কিনেছে কি না তার জন্য ইউসি দিতে হবে। এই সার্টিফিকেট জমা দেবেন স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আগামী ১০ মার্চের মধ্যে এই সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
আরও পড়ুন: আরএসএস দেশভক্তির পাঠশালা, রাহুলকে বিঁধে ‘জবাব’ জাভড়েকরের
কিন্তু প্রধান শিক্ষক-শিক্ষিকা সংগঠনের দাবি, এখানে স্কুল কর্তৃপক্ষের কোনও দায় নেই। ট্যাবের টাকা যখন সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টেই গিয়েছে, সেখানে এই ফর্ম কেন তাঁরা পূরণ করবেন? শিক্ষা মহলে বিষয়টি নিয়ে চাপানউতর শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের থেকে চিঠি দেওয় হয়েছে শিক্ষা দফতরে। যদিও এ নিয়ে সংশ্লিষ্ট দফতরের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।