কলকাতা: মুকুল-অর্জুনদের (Arjun Singh) পথে হেঁটে এবার কী তবে তৃণমূলে (Trinamool Congress) যেতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চেই কি হাতে নিতে চলেছেন জোড়া ফুলের পতাকা? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের হয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরেই জোরদার জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি কুণাল ঘোষ (Kunal Ghosh) ও রূপা গঙ্গোপাধ্যায়কে একটি বৈঠকে বসতে দেখা যায়। তারপরেই রূপার তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও জল্পনার মধ্যে এ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “আমার সঙ্গে কথা হয়েছে কুণালের। দুজনে কথা বলা কোনও অন্যায় নাকি ? কথা বললেই অন্য দলে যেতে হবে ?”
এ প্রসঙ্গে কুণাল বলেন, “তিনি অন্য দলে রয়েছেন। রাজনৈতিকভাবে আমাদের এক মত নেই। একটা আলাদা মঞ্চে আছেন। কিন্তু, রূপা গঙ্গোপাধ্যায় আমার দিদির মতো। আমরা যখন কিশোর-তরুণ, তখন উনি সারা ভারত কাঁপাচ্ছেন মহাভারতের দ্রৌপদী হিসাবে। উনি একজন পরিচিত অভিনেত্রী। বিভিন্ন ধরনের চরিত্রে ভাল অভিনয় করেছেন। কিন্তু, রাজনীতিগত ভাবে আমরা আলাদা মঞ্চে থাকি। এখন একটা সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। এ নিয়ে আশা করি কোনো রাজনৈতিক চর্চা হবে না।”
প্রসঙ্গে একাধিক তৃণমূলত্যাগী বিজেপি নেতার ঘরওয়াপসির ক্ষেত্রে বরাবরই দেখা গিয়েছে কুণাল ঘোষের বড় ভূমিকা ছিল। এমনকী কুণালের সঙ্গে প্রায় সাড়ে ৪ ঘণ্টার বৈঠকের পরেই ফের তৃণমূলে ভিরতে দেখা গিয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তবে কি এবার রূপার পালা? এ প্রশ্ন করা হলে কুণালের সাফ জবাব, “এখনও এ বিষয়ে একটিও মন্তব্য করব না।” এদিকে সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে দলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রূপাকে। তারপর থেকেই তাঁর দলবদলের জল্পনা ক্রমশ তীব্রতর হচ্ছিল। এবার কুণালের সঙ্গে বৈঠকের পরেই সেই জল্পনা আরও বাড়তে থাকে।