Na Bollei Noy: পার্থর পর পরেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? অর্পিতা কি সব সত্যি বলছেন? যে কথা ‘না বললেই নয়’

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 31, 2022 | 3:13 PM

Na Bollei Noy: গত সপ্তাহে শুক্রবার। ইডি হাজির হয়েছিল পরেশ অধিকারীর দুয়ারে। দুয়ারে ইডি গেছে শুনেও পরেশবাবুর অবশ্য কোনও হেলদোল ছিল না। বলেছিলেন, তিনি বাড়ি থাকলে ইডি-কে মুড়ি খাওয়াতেন।

Na Bollei Noy: পার্থর পর পরেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? অর্পিতা কি সব সত্যি বলছেন? যে কথা ‘না বললেই নয়’
'না বললেই নয়' দেখুন TV9 বাংলায়

Follow Us

কলকাতা: হামারা নেতা ক্যায়সা হো? পরেশ অধিকারী(Paresh adhikari) য্যায়সা হো। গত মে মাসে, এমন স্লোগান কি মেখলিগঞ্জে উঠেছিল? যা কাণ্ড হয়েছিল মেখলিগঞ্জে। সিবিআই হাজিরা দিয়ে পরেশ অধিকারী সেদিন ঘরে ফিরেছিলেন। তার আগেই এসএসসি-তে দুর্নীতি (SSC Scam) করে নিয়োগ হওয়ার অভিযোগে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অর্পিতাকে বেতন ফেরত দিতে হবে। সেই বেতন পাবেন, যোগ্য প্রার্থী ববিতা সরকার। এই সব কথা তখন দেশের লোক জেনে গেছেন। তারপরেও বুক বাজিয়ে পরেশ অধিকারীকে বরণ করেছিলেন তাঁর অনুগামীরা। কোন মুকুট পরে তাঁদের নেতা ঘরে ফিরেছেন বলে তাঁরা মনে করেছিলেন, কে জানে! পরেশবাবুও মালা পরে হাতে ফুলের তোড়া নিয়ে দিব্যি ছিলেন।

এরপর গত সপ্তাহে শুক্রবার। ইডি(ED) হাজির হয়েছিল পরেশ অধিকারীর দুয়ারে। দুয়ারে ইডি গেছে শুনেও পরেশবাবুর অবশ্য কোনও হেলদোল ছিল না। বলেছিলেন, তিনি বাড়ি থাকলে ইডি-কে মুড়ি খাওয়াতেন। কে জানে, এই মুড়ি দিয়ে আর কতদিন অন্ধকার আড়াল করা যাবে! তো যাই হোক। তার পরের দিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার। এবং তারপর তোলপাড় রাজ্য। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব হারালেন। তৃণমূলের সব পদ হারালেন। টাকা পয়সা সোনাদানা যা উদ্ধার হল, সব বাজেয়াপ্ত হয়ে গেল। বান্ধবী অর্পিতা দাবি করলেন, ওই সব কিছু না কি পার্থবাবুর! লোকে নিন্দেমন্দ করছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠায় ব্যবস্থা হয়, তাহলে পরেশ অধিকারীর বিরুদ্ধে হবে না কেন? না কি হবে? সেজন্যই কি আগামিকাল আবার মন্ত্রিসভার বৈঠক? মন্ত্রিসভার গত বৈঠকেই তো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার কি পরেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে? খবর আছে কিছু?

আসলে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার আপডেট যেভাবে হচ্ছে, তা তাল মেলানোই কঠিন হয়ে যাচ্ছে। তদন্তে নেমে একের পর এক পট পরিবর্তনে চমকে যাচ্ছেন দুদে ইডি আধিকারিকরাও। জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী গোয়েন্দাদের জানিয়েছিলেন, তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ নাকি ২০১২ সালে কোনও এক প্রোমোটারের মাধ্যমে। আদৌ কি সত্যি কথা বলেছিলেন অর্পিতা? গোয়েন্দাদের মনে প্রশ্নটা তৈরি হচ্ছে একটি কোম্পানির নথি ঘাঁটতে গিয়ে। এই সব কথা আজ হবে। রাত ৮.৫৭। টিভি নাইন বাংলায়, না বললেই নয়।

Next Article