কলকাতা : বিগত কয়েক দিন ধরেই চড়ছে বাংলার তাপমাত্রা। দক্ষিণবঙ্গ (South Bengal) হোক বা উত্তরবঙ্গ (North Bengal), দুই বঙ্গেই দেখা যাচ্ছে একই ছবি। তবে অব্যাহত রয়েছে কুয়াশার দাপট। তবে বেলা বাড়তেই দেখা মিলছে ঝকঝকে আকাশের। এদিন সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৯৪ শতাংশ। রবিবার আরও বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে পারদ ফের খানিকটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী হবে। সহজ কথায়, শীত কার্যত বিদায়ের পথেই।
তবে আগামী পাঁচ দিন দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের বাদ বাকি জেলায় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী তিন দিন দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সম্ভাবনাও থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতিও থাকবে কুয়াশা। বিশেষ করে মেদিনীপুর, কলকাতা হাওড়াতে কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে চলবে ঘন কুয়াশার দাপট।ঘন কুয়াশা হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।
আগামী কয়েকদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সন্ধ্যা ও সকালের দিকে শীত শীত ভাব থাকলেও দিনের বেলা ঠাণ্ডার আমেজ কার্যত পাওয়াই যাবে না।