Winter Update: শীত শীত ভাব কিন্তু শীতের অভাব! এখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে, হওয়া বদল কবে?

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Nov 04, 2024 | 12:45 PM

Winter Update: বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাঁকুড়ার তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

Winter Update: শীত শীত ভাব কিন্তু শীতের অভাব! এখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে, হওয়া বদল কবে?
কী বলছে হাওয়া অফিস?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শীত শীত ভাব কিন্তু শীতের অভাব! ছবি আসলে তেমনই। হাওয়া বদলের ইঙ্গিত শুধু কুয়াশাতেই! এখনও সেই অর্থে ঠান্ডার লেশমাত্র নেই দক্ষিণবঙ্গে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 

অন্যদিকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাঁকুড়ার তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামী ৩-৪ দিনে তাপমাত্রা সামান্যই কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়াবিদরা। 

প্রসঙ্গত, বছররের শুরু থেকেই চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও মাত্রাতিরক্ত গরম, কখনও বৃষ্টির ব্যাপক ঘাটতি, কখনও আবার অতিবৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। কালীপুজোর ঠিক আগে আবার ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে বাংলার উপর দিয়ে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার পিছনে জলবায়ু পরিবর্তনকেই কাঠগড়ায় তুলছেন বড় অংশের আবহাওয়াবিদরা। এদিকে নভেম্বরের শুরু হয়ে গেলেও এখনও সেই অর্থে শীতের দেখা নেই কলকাতায়। উল্টে তাপমাত্রা স্বাভাবিকের উপরে। তাতেই চিন্তায় শীতপ্রেমীরা। এখন দেখার অবস্থার পরিবর্তন কবে হয়! 

Next Article