Weather Forecast : দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের পথে শীত, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

souvik majumder | Edited By: জয়দীপ দাস

Feb 12, 2023 | 9:00 PM

Weather Forecast : আগামী পাঁচ দিন দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের বাদ বাকি জেলায় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Weather Forecast : দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের পথে শীত, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

Follow Us

কলকাতা : কলকাতার তাপমাত্রা ফের বাড়ল। এদিন স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি তিলোত্তমার তাপমাত্রা। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এমনকী সর্বোচ্চ তাপমাত্রাতেও দেখা গিয়েছে বড় লাফ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি। বেড়েছে রাতের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩১ থেকে ৯৪ শতাংশ। তবে সোমবার থেকে ধীরে ধীরে ফের তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে হাড় কাঁপানো শীত আর পড়বে না। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানা যাচ্ছে। তবে উত্তরে থাকবে আকাশের মুখ ভার। 

আগামী কয়েকদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সন্ধ্যা ও সকালের দিকে শীত শীত ভাব থাকলেও দিনের বেলা ঠাণ্ডার আমেজ কার্যত পাওয়াই যাবে না। সহজ কথায়, পরিস্থিতি যা তাতে মাঘের শেষেই শীত কার্যত বিদায়ের পথে। এমনটাই মত আবহাওয়াবিদদের একাংশের। 

অন্যদিকে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী কয়েকদিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে উত্তর, দক্ষিণ দুইবঙ্গেই সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। মূলত হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশার দেখা মিলতে পারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। ঘন কুয়াশা হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। 

Next Article
SLST Protest: ‘আমরা খুব স্বার্থপর হয়ে যাচ্ছি…’, চাকরির দাবিতে ৭০০ দিনের আন্দোলনে মিশছে ব্যক্তিগত যন্ত্রণাও
Kolkata Book Fair: ৪৬ তম কলকাতা বইমেলায় ২৫ লক্ষ মানুষের সমাগম, বই বিক্রি ২৫ কোটি টাকার