Kolkata Book Fair: ৪৬ তম কলকাতা বইমেলায় ২৫ লক্ষ মানুষের সমাগম, বই বিক্রি ২৫ কোটি টাকার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 12, 2023 | 9:12 PM

এদিন গিল্ড-এর তরফে ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তী, অধ্যাপক অনিল আচার্যকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়েছে।

Kolkata Book Fair: ৪৬ তম কলকাতা বইমেলায় ২৫ লক্ষ মানুষের সমাগম, বই বিক্রি ২৫ কোটি টাকার
কলকাতা বইমেলা ২০২৩।

Follow Us

কলকাতা: ৪৬ তম কলকাতা বইমেলার শেষ হল ১২ ফেব্রুয়ারি, রবিবার। এবার ১৩ দিনের এই বইমেলায় ২৫ লক্ষ মানুষের ভিড় জমেছিল। আর বই বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার। ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ সূত্রে এমনটাই জানা গিয়েছে। কোভিড-আতঙ্ক কাটিয়ে বিপুল সংখ্যক মানুষ যে আবার আগের মতো উচ্ছ্বাসের সঙ্গে বইমেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন এবং বই কিনেছেন, তাই এই সংখ্যাতেই স্পষ্ট।

এদিন, বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণের অন্যতম আকর্ষণ ছিলেন ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তী, লেখক অনিল আচার্য। এদিন গিল্ড-এর তরফে ঔপন্যাসিক স্বপ্নময় চক্রবর্তী, অধ্যাপক অনিল আচার্যকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে গিল্ড-এর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত লেখক ও প্রকাশনা সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এবছর ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং আগামী বছর এই ধারা বজায় থাকবে বলেও গিল্ডের তরফে জানানো হয়েছে। পাশাপাশি বইমেলার আয়োজনের জন্য দোলা সেন, সুধাংশু সেন, বিধাননগর পুরসভা, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। এবছর বইমেলায় থিম কান্ট্রি ছিল স্পেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরাচরিত ধারা মেনে প্রদীপ জ্বালিয়ে এবং হাতুড়ি দিয়ে ঘণ্টা বাজিয়ে বইমেলার সূচনা করেন। এবছর রেকর্ড ভিড় হবে বলে আগেই আশাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই আশা যে অমূলক ছিল না, তা বইমেলার শেষদিনের গিল্ডের পরিসংখ্যানেই স্পষ্ট। এর আগে ২০২১ সালের বইমেলায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। যা রেকর্ড ছিল।

Next Article
Weather Forecast : দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের পথে শীত, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
DA Protest: শিক্ষা-স্বাস্থ্য পরিষেবা ধাক্কা খাওয়ার আশঙ্কা, ডিএ’র দাবিতে সোমে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক