Dengue death: কমছে না ডেঙ্গির দাপট, উদ্বেগ বাড়িয়ে ফের শহরে মৃত্যু মহিলার

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 11, 2022 | 8:53 PM

Dengue death: পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে তাঁর জ্বর। বাড়তে থাকে অসুস্থতা। শেষে শনিবার শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Dengue death: কমছে না ডেঙ্গির দাপট,  উদ্বেগ বাড়িয়ে ফের শহরে মৃত্যু মহিলার
ডেঙ্গি উদ্বেগ

Follow Us

কলকাতা: কিছুতেই কমছে না ডেঙ্গির (Dengue) দাপট। শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু (Dengue Death)। মৃত মহিলার নাম সবিতা গুহ। তাঁর বাড়ি উত্তর কলকাতার (Kolkata) ৩ নম্বর ওয়ার্ডে। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর থেকে আর জি কর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, পরিচারিকার কাজ করতেন ওই মহিলা।

পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে তাঁর জ্বর। বাড়তে থাকে অসুস্থতা। শেষে শনিবার শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শেষ রক্ষা হল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এদিকে কয়েকদিন আগে শহরে মৃত্যু হয় উত্তর প্রদেশের এক যুবতীর।  মৃতের নাম অর্চনা দেবী (২৯)। সূত্রের খবর, ডেঙ্গিতে আক্রন্ত হওয়ার পর অর্চনা দেবীর প্লেটলেট অনেকটাই কমে গিয়েছিল। যে কারণেই শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। একই কারণে সবিতা দেবীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 

এর আগে বিধাননগর পুর এলাকাতে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩৭ বছরের এক মহিলার। মৃতার নাম সঙ্গীতা দেবী। বিধাননগর পুরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দশদ্রোন এলাকায় থাকতেন তিনি। সম্প্রতি ১১৫ নম্বর ওয়ার্ডের কুঁদঘাটের ব্যানার্জি পাড়া রোডে ডেঙ্গির ছোবলে মৃত্যু এক বৃদ্ধার। মৃতার নাম অঞ্জলি চক্রবর্তী (৯০)। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর তিনি এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। 

Next Article