Investment Fraud: ইউটিউবে বিজ্ঞাপন দেখে ফোনে ইনস্টল করেছিলেন অচেনা অ্যাপ! ১ কোটির বেশি খোয়া গেল মহিলার
Investment Fraud: ফেব্রুয়ারিতে দায়ের করা অভিযোগে মহিলা বলছেন, তিনি ইউটিউবে একটি বিনিয়োগের বিজ্ঞপন দেখে সেখানে দেওয়া একটি নম্বরে ফোন করেছিলেন। ফোনের অপরপ্রান্তে থাকা এক ব্যক্তি তাঁকে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বোঝান। কিন্তু তারপর যে এত কাণ্ড হয়ে যাবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।

কলকাতা: শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ড, সাম্প্রতিককালে নানা মাধ্যমে বিনিয়োগের চল বেড়ে গিয়েছে বহু গুণ। বাড়তি লাভের আশায় অনেকেই ঢাল মোটা টাকা। অনেকে আবার না বুঝে পড়ে যাচ্ছেন প্রতারকদের খপ্পরে। খোয়াচ্ছেন সর্বস্ব। এই তো ফরেক্স ট্রেডিংয়ের নামে প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ২ কোটি টাকা খুইয়ে ফেলেছেন শহরের এক ব্যক্তি। এবার ইউটিউবে বিনিয়োগের বিজ্ঞাপন দেখে একই দশা হল বিধানগরের এক মহিলার।
ফেব্রুয়ারিতে দায়ের হয়েছিল অভিযোগ। অবশেষে তদন্তে মিলল সাফল্য। বিধাননগর পুলিশের জালে ধরা পড়ল অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা চক্রের দুই পান্ডা। শনিবার রাতেই দুই ধৃতকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে গেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
ফেব্রুয়ারিতে দায়ের করা অভিযোগে মহিলা বলছেন, তিনি ইউটিউবে একটি বিনিয়োগের বিজ্ঞপন দেখে সেখানে দেওয়া একটি নম্বরে ফোন করেছিলেন। ফোনের অপরপ্রান্তে থাকা এক ব্যক্তি তাঁকে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বোঝান। তাঁরাই একটি অ্যাপের কথা বলেন। সেখান থেকে বিনিয়োগ শুরু করেন মহিলা। পরবর্তী তিনি যে টাকা বিনিয়োগ করেছেন তা অ্যাপে ঠিকঠাক দেখানো হলেও টাকা তুলতে গেলেই বিপত্তি। টাকা তোলার জন্য বেশ কিছু টাকা জমা দিতে বলা হয়। ধাপে ধাপে তিনি ১ কোটি ২০ লক্ষ টাকা জমা দেন। কিন্তু তা আর তোলা যায়নি। তারপরই সোজা চলে গিয়েছিলেন পুলিশের কাছে।
