কলকাতা: হাতে ছুরি নিয়ে রাস্তায় এক যুবতীকে টেনে আনেন যুবক। তারপর প্রকাশ্যে পরপর ছুরির কোপ বসানো হল যুবতীর সারা শরীরে। খাস কলকাতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যুবতীর প্রাক্তন স্বামী দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। শনিবার সকালে গল্ফগ্রিনে মালঞ্চ সিনেমা হলের কাছে ঘটে গিয়েছে এই ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক অভিজিৎ সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আক্রান্ত যুবতী অঞ্জলি দাসের।
এদিন ভোরে মালঞ্চ সিনেমা হলের সামনে উৎপল দত্ত সরণির মুখে ছুরি দিয়ে যুবতীকে আঘাত করা হয় বলে অভিযোগ। গল্ফগ্রিন থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছেন অভিজিৎকে। ধারাল অস্ত্রে প্রেমিকাকে আঘাত করার কথা স্বীকার করেছেন ওই যুবক। ধৃতের দাবি, তাঁর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন প্রেমিকা অঞ্জলি। বারবার ফেরত চাইলেও পাননি। আর তাতেই রাগ চরমে উঠে যায়। সংবাদমাধ্যমের প্রশ্নে অভিজিৎ বলেন, “হ্যাঁ আমি মেরেছি। ও আমার পাওয়া ব্যাঙ্ক আর টাকা চুরি করে নিয়েছিল। ফেরত দিচ্ছিল না তাই মেরেছি। যেখানে যেখানে মারার দরকার মেরেছি।”
পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এই যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অঞ্জলির। শুক্রবার রাতে যে তাঁরা দুজনে একসঙ্গে মদ্যপান করেছেন, এ কথাও নিজেই স্বীকার করেছেন অভিজিৎ। এরপর দুজনের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে অশান্তি শুরু হয়। সে কারণেই সাত সকালে বান্ধবী অঞ্জলির বাড়িতে চড়াও হন যুবক। তারপর রাস্তায় নিয়ে গিয়ে মারতে থাকেন। ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন যুবতীর প্রাক্তন স্বামী। তিনি এসে কোনও ক্রমে উদ্ধার করেন।