Nirbhaya Case: ৮ বছর লেগেছে নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে! তিলোত্তমার কত দিন লাগবে?

Nirbhaya Case: নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ১২ বছর পর কলকাতায় আরজি করে এক মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় সরব হয়েছেন সবাই। 'রাত দখল' করেছেন মহিলারা। নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলছেন অনেকে। দোষীদের শাস্তি হবে কবে? উঠছে এই প্রশ্নও।

Nirbhaya Case: ৮ বছর লেগেছে নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে! তিলোত্তমার কত দিন লাগবে?
নির্ভয়ার নৃশংস ঘটনার কথা ভাবলে এখনও শিউরে উঠেন অনেকে

Aug 18, 2024 | 1:27 PM

কলকাতা ও দিল্লি: শীতের রাত। বন্ধুর সঙ্গে বাসে উঠেছিলেন বছর তেইশের প্যারা মেডিক্যাল ছাত্রীটি। বাসের চালক, কন্ডাক্টর মিলিয়ে ৬ জন তখন বাসে। তাদের দেখে কোনও সন্দেহ হয়নি ওই যুবতী ও তাঁর বন্ধুর। সেই যাত্রাই যে তাঁর জীবনের শেষ বাসযাত্রা হতে চলেছে, তা ভাবেননি বছর তেইশের যুবতী। বাসের মধ্যে সেই নৃশংস অত্যাচার, গণধর্ষণ। শিউরে উঠেছিল গোটা দেশ। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লির মুনির্কাতে ওই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। বিক্ষোভ। মিছিল। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিল সবাই। প্রায় ৮ বছর পর ৪ দোষীসাব্যস্তকে ফাঁসিতে ঝোলানো হয়। তার আগে এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যা করে। আর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে ৩ বছর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় জুভেনাইল জাস্টিস বোর্ড। নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ১২ বছর পর কলকাতায় আরজি করে এক মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় সরব হয়েছেন সবাই। ‘রাত দখল’ করেছেন মহিলারা। নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলছেন অনেকে। নির্ভয়াকাণ্ডের মতো আরজি করের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবি উঠেছে। এই অবস্থায় ফিরে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন