কলকাতা: বি সি রায় শিশু হাসপাতালে বিকল এক্স-রে মেশিন। হাসপাতাল সূ্ত্রে খবর, ১১ নম্বর ঘরের এক্সে-রে মেশিনটি বিকল হয়ে পড়েছে। অভিযোগ, সোমবার থেকেই কাজ করছে না মেশিনটি। এ দিকে মেশিন বিকল হওয়ায় চিন্তায় পড়েছেন শিশুর পরিজনরা। এ দিকে, এক্স-রে মেশিন বিকল হওয়া নিয়ে বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, এক্স-রে যন্ত্রের উপর অত্যাধিক চাপ পড়ছে। যার জেরে যন্ত্র গরম হয়ে যাচ্ছে। সেই কারণে প্রতিদিন মেশিনটিকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১৫০টি এক্স-রে হচ্ছে। অন্যান্য বছরে এত এক্স-রে হত না।
তবে এই সবের মধ্যে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন হাসপাতালে আগত অসুস্থ শিশুদের পরিবারের সদস্যরা। এক ব্যক্তি জানান, “হাসপাতাল থেকে বলছে এক্স-রে মেশিন খারাপ হয়ে গিয়েছে। কালকে আমার দু’বার এসেছি। এ দিকে এক্স-রে রিপোর্ট ছাড়া ডাক্তারাও দেখছেন না। বাচ্চারা কাঁদছে। ট্রিটমেন্ট তো এমনভাবে হচ্ছে না।” আরও একজন রোগীর আত্মীয় বললেন, “এক্স-রে ছাড়া ডাক্তাররা দেখছেন না। ফলে ট্রিটমেন্টটাই আটকে রয়েছে। ওর তো বলছেও না বাইরে থেকে এক্স-রে করে আসুন।”
উল্লেখ্য, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নিত্যদিন শিশু মৃত্যুর খবর আসছে। বিসি রায় শিশু হাসপাতালের প্রায় প্রতিনিয়ত মৃতের হার বাড়ছে। অন্যদিকে, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ ছিল ওই শিশুদের।