Live-in Partner: খাস কলকাতায় লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে আত্মঘাতী যুবক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 07, 2023 | 7:08 PM

প্রায় চার বছর ধরে বিক্রমগড়ে একটি ভাড়া বাড়িতে ওই তরুণীর সঙ্গে লিভ-ইনে থাকত লিটন দাস।

Live-in Partner: খাস কলকাতায় লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে আত্মঘাতী যুবক
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যার ছায়া এবার কলকাতায়! লিভ-ইন সঙ্গীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলেন যুবক। তবে শ্রদ্ধার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার মতো অবশ্য এই যুবক প্রেমিকাকে খুন করে দেহ লোপাট করে স্বাভাবিক জীবনযাপন করতে চাননি। তাই প্রেমিকাকে কোপানোর পর রক্তাক্ত অবস্থায় তাঁকে ঘর থেকে রাস্তায় বের করে দেন এবং নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকায়।

পুলিশ জানায়, মৃত যুবকের নাম লিটন দাস। এদিন লিভ-ইন সঙ্গী যুবতীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ঘর থেকে রাস্তায় বের করে দেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর ধরে বিক্রমগড়ে একটি ভাড়া বাড়িতে ওই যুবতীর সঙ্গে লিভ-ইনে থাকতেন লিটন দাস। আদতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকার বাসিন্দা লিটন পেশায় অ্যাপ ক্যাবের চালক ছিলেন। ওই যুবতীর আগে বিয়ে হয়েছিল। ১১ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায়। তারপর প্রায় চার বছর ধরে লিটনের সঙ্গে লিভ-ইন করতেন তিনি। দোলের দিন, মঙ্গলবার সকালে ওই বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় যুবতীকে পড়ে থাকতে দেখা যায়। তারপর স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং ওই বাড়ির বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকলে লিটনের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশ দু’জনকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎক লিটনকে মৃত বলে ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

লিটনই ঝগড়ার পর এদিন ভোরে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ির বাইরে বের করে দিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁকে বাড়ির বন্ধ দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে লিটন ও ওই যুবতী লিভ-ইন করতেন। সোমবার রাতে তাঁদের মধ্যে তুমুল ঝগড়ার আওয়াজ শোনা যায়। তবে কী নিয়ে ঝগড়া, তা কেউ জানেন না। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Next Article