কসবা: স্বামী-সন্তান সহ দেহরাদুনে বেড়াতে গিয়েছিলেন বছর পঁয়ত্রিসের মহিলা। তবে এমন মর্মান্তিক পরণতি হবে কেউ হয়ত ঠাহর করতে পারেননি। দেহরাদুনের হর কি দুনে ঘুরতে গিয়ে মৃত্যু গৃহবধূর।
পরিবার সূত্রে খবর, মহিলার নাম দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায় (৩৫)। পেশায় তিনি ইনকাম ট্যাক্স অফিসার। তাঁর বাড়ি কসবার বেদিয়া ডাঙায়। পরিবার সূত্রে খবর, গত ৫ তারিখ নিজের স্বামী এবং সন্তানকে নিয়ে একটি দলের সঙ্গে দেহরাদুন ঘুরতে যান দীপাঞ্জনা। এরপর শুক্রবার ট্রেকিং করে দেহরাদুনের হর কি দুনে যাচ্ছিলেন তাঁরা। তখনই নামার সময় শুরু হয় প্রবল শ্বাসকষ্ট।
পরিবারের সদস্যদের বক্তব্য চিকিৎসক দেখানোর সময়টুকু পর্যন্ত পাননি তাঁরা। এদিকে, বাড়ির মেয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে, পরিবারের লোকজন দেহরাদুনের উদ্দেশে রওনা দিয়েছেন দেহ আনতে যাওয়ার জন্য। আগামিকাল অর্থাৎ রবিবার তাঁর দেহ আনা হবে বাড়িতে।
মৃতার আত্মীয় ঝুমা পাল বলেন, ‘সম্পর্কে আমার ভাগ্নী হন দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে গিয়েছিল। ওর প্রেসার হাই ছিল। পাহাড়ে উঠেছিল ঠিকঠাক। তবে নামার সময় শ্বাসকষ্ট হয়। ডাক্তার দেখানোর সময়টুকু হয়নি। মৃতদেহ এখন ওইখানে আছে।’