কলকাতা: যে জুটি প্রফুল্ল প্যাটেল-কুশল দাসের ছুটি করে দিয়েছিল, ভারতীয় ফুটবলে (Indian Football) নতুন সকাল আনার স্বপ্ন দেখিয়েছিল, তা ভেঙে গেল আচমকাই। সচিব সাজি প্রভাকরণকে ছাঁটাই করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ হিসেবে বলা হয়েছে, তাঁর প্রতি বিশ্বাসভঙ্গের কারণেই হঠাৎই বরখাস্ত করা হয়েছে। এই বিশ্বাসভঙ্গের কারণ কী, তা অবশ্য জানা যাচ্ছে না। সাজির প্রতি অনাস্থা আনা হয়। তাঁকে ছাঁটাই করার পক্ষে রায় দিয়েছে এআইএফএফের কার্যকরী সমিতি। চূড়ান্ত নোটিশে সই করেছেন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও দুই ভাই প্রেসিডেন্ট। অন্তর্বর্তীকালীন সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন সত্যনারায়ণ এম। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
কল্যাণ ও সাজিই জুটিতে ফেডারেশনের সর্বোচ্চ পদে পা রেখেছিলেন। কিন্তু সময় ঘুরতে না ঘুরতে দু’জনের দূরত্বও বাড়তে থাকে। তা যে এমন জায়গায় চলে যাবে, কেউই আন্দাজ করতে পারেননি। সাড়ে ১২ লক্ষ টাকা মাইনে পেতেন প্রতি মাসে। যা আগের সচিব কুশল দাসের মাইনের দ্বিগুণ। চোদ্দো মাসের মধ্যে ফেডারেশন থেকে ছাঁটাইয়ের পিছনে আরও অনেক কারণ আছে, এমনও বলা হচ্ছে। সাজি কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। ফেডারেশনকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে লিখেছেন, ‘ফেডারেশনের গদঠনতন্ত্র অনুযায়ী একমাত্র কার্যকরী সমিতির হাতে ক্ষমতা আছে সচিবকে বরখাস্ত করার। কিন্তু আমাকে যে ভাবে সরানো হয়েছে, তা গঠনতন্ত্র মেনে হয়নি, কার্যকরী সমিতিও সম্মতি দেয়নি।’
🚨 AIFF PRESS RELEASE 🚨
The All India Football Federation hereby announces that the services of Dr. Shaji Prabhakaran have been terminated due to breach of trust with immediate effect as of November 7, 2023.
The AIFF Deputy Secretary, Mr M Satyanarayan, will take charge as…
— Indian Football Team (@IndianFootball) November 8, 2023
নাম না করলেও ফেডারেশন প্রেসিডেন্টের দিকেই সাজির অভিযোগের তির। লিখেছেন, ‘এই সিদ্ধান্তের পিছনে যে ষড়যন্ত্র রয়েছে, এ নিয়ে সন্দেহ নেই। সেটা কী, বুঝতে পারছি না। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। ১০০ শতাংশ সততা নিয়ে কাজ করেছি এতদিন। ভারতীয় ফুটবলের বিরুদ্ধে যাবে, এমন কোনও সিদ্ধান্ত কখনও নিইনি।’