Amit Shah: বড়দিনের রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ, যাবেন কালীঘাট মন্দিরে

Anjan Roy | Edited By: Sukla Bhattacharjee

Dec 24, 2023 | 9:31 PM

Amit Shah: সোমবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যেতে পারেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব।

Amit Shah: বড়দিনের রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ, যাবেন কালীঘাট মন্দিরে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বড়দিন উৎসবের মেজাজ। আর এই উৎসব মুখর কলকাতায় বড়দিনের রাতেই পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে দু-দিনের সফরে কলকাতায় আসছেন শাহ। মূলত, ঠাসা দলীয় কর্মসূচি নিয়েই তাঁর এই সফর। আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই যে শাহর এই সফর, তা বলা বাহুল্য। তবে ঠাসা কর্মসূচির মধ্যেও বছর শেষের এই সফরে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঝটিকা কলকাতা সফরের কর্মসূচি একনজরে

সোমবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যেতে পারেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের বিলাসবহুল হোটেলে যাবেন অমিত শাহ। সেখানেই রাত্রিবাস করবেন। তারপর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে কালীঘাট মন্দিরে যেতে পারেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো রাজ্য বিজেপি নেতৃত্ব। মন্দিরে পুজো দেওয়ার পর ফের তিনি নিউ টাউনে হোটেলে ফিরে যাবেন। সেখানে মধ্যাহ্নভোজের পর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ।

মঙ্গলবার বিকালে ন্যাশনাল লাইব্রেরির একটি অনুষ্ঠানেও যোগদান করবেন অমিত শাহ। তারপর ফের নিউ টাউনের হোটেলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন ‘বিজেপির চাণক্য’। এই বৈঠকের পরই সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন এবং সরাসরি দিল্লির বিমান ধরবেন শাহ। মঙ্গলবার দলীয় কর্মীদের সঙ্গে অমিত শাহর পরপর দুটি বৈঠক নির্ধারিত থাকলেও কাদের সঙ্গে বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে খবর।

প্রসঙ্গত, রবিবার বিগ্রেডে লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গীতাপাঠ অনুষ্ঠানের পরই ‘বিজেপির চাণক্য’ অমিত শাহর কলকাতা সফর এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনীতিকদের একাংশের মতে, সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই গীতাপাঠ অনুষ্ঠানের পরদিনই অমিত শাহর কলকাতা সফর, কালীঘাটে পুজো দেওয়া এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে শাহ কী বার্তা দেন, এবার সেটাই দেখার।

Next Article